আইপিএল

হার্দিককেই অধিনায়ক হিসেবে দেখতে চান সুনীল গাভাস্কার

Published

on

রে স্পোর্টস নিউজ ডেস্ক: রোহিত শর্মার অনুপস্থিতিতে বরাবর ভালো অধিনায়কত্ব করে এসেছেন হার্দিক পান্ডিয়া। আর অধিনায়কত্বের পাশাপাশি বজায় রেখেছেন দলের সামঞ্জস্য। একদিকে যেরকম তিনি নিজের বিধ্বংসী ব্যাটের উপর ভর করে ভারতকে অনেকটা সুবিধে করে দিয়েছেন, অন্যদিকে সেরকমই কাজে এসেছে তার মিডিয়াম পেস বোলিং। তার উপস্থিতিতে অনেকটাই জোরালো হয়েছে ভারতের মিডিল অর্ডার। আর এবার সেই হার্দিক পান্ডিয়াকেই অধিনায়ক হিসেবে দেখতে চান প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার।

বর্ডার গাভাস্কার ট্রফি ২-১ ফলাফলে জিতে নিয়েছে ভারত। আর এই লড়াই শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পারিবারিক কারণে প্রথম ম্যাচে থাকতে পারবেন না রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়া দলকে নেতৃত্ব দেবেন। আর এই ম্যাচই হতে পারে হার্দিকের কাছে বড় সুযোগ, এমনটাই মনে করছেন সুনীল গাভাস্কার।

“গুজরাটের অধিনায়ক হিসেবে হার্দিক সত্যিই আমার মন জয় করেছে। এমনকি টি টোয়েন্টি ক্রিকেটে ভারতকেও যথেষ্ট দক্ষভাবে নেতৃত্ব দিয়েছে ও। আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বাইতে প্রথম ম্যাচ ওর অধিনায়কত্বে জিতলে, ২০২৩ বিশ্বকাপের পর ওকেই আমরা অধিনায়কের ভূমিকায় দেখতে পাবো। ভারতের মিডিল অর্ডারে ওর মতো দক্ষ খেলোয়াড় থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় কথা হলো দলের প্রয়োজনে নিজেকে মানিয়ে নিতে পারার ক্ষমতা। গুজরাটের হয়েও যখন ও খেলেছে প্রয়োজন বুঝে প্রথমদিকেই নেমেছে ও যাতে দল উপকৃত হয়। তাই আমার মনে হয় এমন একজন যে দায়িত্ব নিতে প্রস্তুত, সামনে থেকে লড়াই করার ক্ষমতা রাখে এবং সর্বোপরি দলের সদস্যদের মধ্যে থেকে সেরাটুকু বের করে আনতে পারে, সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ” ২৯ বছরের অলরাউন্ডার প্রসঙ্গে বলেন গাভাস্কার। তবে এখানেই শেষ নয়, হার্দিক পান্ডিয়ার প্রশংসা করে সুনীল আরও বলেন, “ও যখন অধিনায়কত্ব করে তখন সবথেকে বেশি আকর্ষণীয় যেটা আমার মনে হয় সেটা হল ওর ব্যবহার। দলের বাকি সদস্যদের ও কোনো রকম চাপ দেয় না, বরং তাদের কাঁধে হাত রেখে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে জানে। আমার মনে হয় ও দলের প্রত্যেককে উৎসাহিত করে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়ক খোলামেলাভাবে মিশলে দলের প্রত্যেকেই তার নিজস্ব খেলাটা খেলতে পারে।”

হার্দিক পান্ডিয়া আগামী দিনে ভারতের অধিনায়ক হবেন কি না সেই বিষয়ে এখনই কিছু বলা যায় না সেটা ঠিক, তবে নিঃসন্দেহে অধিনায়কত্বের দৌড়ে যে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে তিনি তা গাভাস্কারের কথাতেও বেশ স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version