আইপিএল
“রোহিতের বিশ্রাম প্রয়োজন” : সুনীল গাভাস্কার
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। ভারতের হয়তো বটেই এমনকি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও সেরকম ছাপ ফেলতে পারছেন না ভারতীয় অধিনায়ক। আর এবার তাকে কিছুটা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।
আইপিএলের শুরুতে পরপর ম্যাচ হারছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর পরপর তিনটি ম্যাচ জেতে তারা। ঠিক যখন মুম্বাইয়ের সমর্থকরা ভেবেছিলেন চেনা ছন্দেই দেখা যাবে তাদের প্রিয় দলকে, তখনই আবার শুরু হয় লাগাতার হারের পর্ব। পরপর দুটি ম্যাচেই হার স্বীকার করতে হয় রোহিত শর্মাদের। এই মরশুমের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৫ রান করেছিলেন রোহিত শর্মা আর সেটাই এখনো পর্যন্ত করা এই আইপিএলের তার সর্বোচ্চ রান। বিভিন্ন সময় তাকে আউট হতে দেখা গেছে মাত্র ২০ থেকে ৪৫ রানের গণ্ডির মধ্যেই। সামনেই বিশ্বকাপ। আর তার আগে ভারতীয় অধিনায়কের এই ফর্ম বেশ কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের কপালেও। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হচ্ছে ও অনেকগুলো বিষয় নিয়ে ঘেঁটে রয়েছে। বা হয়তো প্রতিযোগিতার এই পর্বে দাঁড়িয়ে বিশ্বকে চ্যাম্পিয়নশিপের কথা ভাবছে রোহিত। আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না। তবে আমার মনে হয় ওর এখন কিছুটা বিশ্রামের প্রয়োজন। শেষ তিন-চারটে ম্যাচে খেলে বিশ্বের চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেকে প্রস্তুত করে নেওয়া দরকার ওর। আর এই পর্যায়ে দাঁড়িয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কোন একটা মিরাকেল না ঘটলে মুম্বাই এর শেষ চারে যাওয়ার কথা নয়। এবং সেক্ষেত্রেও ব্যাটিং বোলিং দুটো দিকেই মারাত্মক পারফরম্যান্স প্রয়োজন।”
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তার আগে ভারতীয় অধিনায়ক নিজের চেনা ছন্দে না ফিরলে ভারতের পক্ষে যে সেটা ভালো খবর হবে না, তা বলাই বাহুল্য।