ক্রিকেট
AUS vs IND: বর্ডার-গাভাস্কার ট্রফির আগে প্রশ্নের মুখে গম্ভীর…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের হেড কোচ হওয়ার পর গৌতম গম্ভীরের মধুচন্দ্রিমা পর্ব শেষ হয়েছে আচমকাই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ফলাফলে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর স্বাভাবিকভাবেই মারাত্মক চাপে রয়েছেন গম্ভীর। সামনেই বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আর এই প্রতিযোগিতাই হতে চলেছে গম্ভীরের অগ্নিপরীক্ষা।
তিন ফরম্যাটে ভারতের হেড কোচ নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু তারপরে শ্রীলঙ্কায় হোয়াইট বল সিরিজে ২৭ বছরের মধ্যে প্রথমবার হারে ভারত। এখানেই শেষ নয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে লজ্জ্বাজনক হার গিলে নেন রোহিত শর্মারা। দীর্ঘ ৯১ বছরের মধ্যে এরকম হার বোধহয় আর দেখেনি ভারত। আর এই ঘটনাগুলোই নতুন করে প্রশ্ন তুলেছে বিসিসিআইয়ের মনে। যে ভারতীয় দলকে যথেষ্ট শক্তিশালী বলেই মনে করা হয় ক্রিকেট দুনিয়ায়, তার এই অবনতির কারণ কী? তবে কি নতুন কোচ নিজের দায়িত্ব পালনে ব্যর্থ? অন্যদিকে অনেকেই মনে করছেন পুরানোরা ঠিক সময় জায়গা ছেড়ে নতুনদের তৈরি করতে পারেননি। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন যারা দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে নিয়ে গেছে সাফল্যের শিখরে, সেই তাঁরাই এখন হাল ধরতে পারছেন না। আর তাই আরও কঠিন হয়েছে গম্ভীরের কাজটাও। এখন তাঁর লক্ষ্য ভবিষ্যতে হাল ধরতে পারবে এরকম ক্রিকেটার তৈরি করা। সেই কারণেই নিউজিল্যান্ড সিরিজে ওয়াশিংটন সুন্দরকে বেশ কিছুটা সামনে এনেছিলেন গম্ভীর। নিঃসন্দেহে সুন্দর তাঁর মান রেখেছিলেন। আর এখন নীতিশ রেড্ডি, হর্ষিত রানাদের মত তরুণ ক্রিকেটারদের উপরেই ভরসা রাখছেন ভারতের হেড কোচ।