আন্তর্জাতিক ক্রিকেট
IND vs NZ: বিরাট কোহলির পাশে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে সমর্থকদের মনে একটাই চিন্তা। দীর্ঘদিন ব্যাটে রান নেই দলের তারকা ব্যাটার বিরাট কোহলির। যদিও এই ব্যাপারে একেবারেই চিন্তিত নন দলের হেড কোচ গৌতম গম্ভীর। ম্যাচের দু’দিন আগে সাংবাদিক সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, “কোহলিকে নিয়ে আমার মনোভাব পরিষ্কার। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। এতদিন ধরে দেশের হয়ে ভাল খেলছে। এখনও কোহলির রানের খিদে দেখে মনে হয় এই বোধহয় ওর অভিষেক হল।” তিনি আরও যোগ করেন, “আমি জানি, একটা ম্যাচে ওর বড় রান দরকার। সেটা পেলেই কোহলি ধারাবাহিকভাবে রান করতে পারবে। আমি জানি, সামনের আটটা টেস্টের দিকে ওর ভালো কিছু করার লক্ষ্য থাকবে।”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, “আমরা এমন দল হতে চাই যারা একদিনে ৪০০ রান করতে পারে, আবার ড্র করার জন্য ২ দিন ব্যাটিংও চালিয়ে যেতে পারে। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। যদি কোনও বিকল্পর প্রসঙ্গ আসে, তা হলে এই মানসিকতা রাখতে হবে যাতে দলের ছেলেরা দুদিন ব্যাটিং করতে পারে এবং ড্র করতে পারে। এই ক্রিকেটটাই আমরা খেলতে চাই।”
অপরদিকে সকল প্রতিপক্ষকে সমীহ করায় বিশ্বাসী গম্ভীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিনি বলেন, “নিউজিল্যান্ড একটা আলাদা চ্যালেঞ্জ এবং আমরা সকল প্রতিপক্ষকেই সম্মান করি। এই ৩টে টেস্ট ম্যাচ আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ওদের হাই কোয়ালিটি ক্রিকেটাররা রয়েছে। কিন্তু আমরা কোনও দলকে ভয় পাই না। আমরা চাই আমাদের ক্রিকেটাররা আগ্রাসী খেলুক। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক ঝুঁকি থাকে এবং আমরা সেই ঝুঁকিটা নিয়েই খেলি।”