আইপিএল

কেকেআরে ফিরলেন গৌতম গম্ভীর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: “ঘরের ছেলে ঘরে ফিরলেন”। হেডিলাইনটা এমনই হতে পারত। তিনি তো ঘরের ছেলের মতোই। কলকাতা নাইট রাইডার্স নামটার সাথে জড়িয়ে গিয়েছিল গৌতম গম্ভীরের নাম। ২০১১-২০১৭ টানা ছয় বছর কেকেআরের সাথেই যুক্ত ছিলেন ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। শুধু তাই নয় তার সময় দুবার আইপিএল খেতাব জিতেছে কেকেআর, পাঁচবার প্লে-অফ খেলেছেন তারা। ফলে বলাই যায় গৌতম গম্ভীরের সময় সাফল্যের সরণীতেই ছিল কলকাতা নাইট রাইডার্স। গত কয়েকটি মরশুমে চূড়ান্ত ভরাডুবির মধ্যে দিয়ে গেছে তারা। কেকেআরের নতুন কোচ নিয়োগ হয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তার আমলেও চিত্র বদলায়নি। তাই নতুন মরশুম শুরুর আগে চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে গৌতম গম্ভীরকে জুড়ে দিল কেকেআর টিম ম্যানেজমেন্ট।

তবে গম্ভীরকে এবার দেখা যাবে অন্য ভুমিকায়। চন্দ্রকান্ত পণ্ডিতের সাথেই দলের মেন্টর হিসাবে কাজ করবেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। নিজের পুরনো দলে আবার ফিরতে পেরে অত্যন্ত খুশি তিনি। কেকেআরে ফিরে গম্ভীর বললেন ” আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরতে পেরে খুব খুশি। আমি শুধু কেকেআরেই ফিরতে পেরে খুশি নয়, আমি আবার কলকাতা শহরে ফিরছি, এটা খুব আনন্দের ব্যাপার।” কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান বললেন “গৌতম এই দলের সদস্যই ছিলেন। এখন তাকে একটা নতুন দায়িত্বে দেখা যাবে। আশা করি কোচ এবং গৌতম গম্ভীর দুজনে একসাথে কাজ করে দলের সাফল্য আনবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version