আইপিএল

রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে হারের পর একাধিক বার আঙুল উঠেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দিকে। তার অধিনায়কত্ব নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে ঠিক তখনই রোহিতের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। গোটা বিশ্বকাপ জুড়ে রোহিত শর্মার অধিনায়কত্বর ভূয়সী প্রশংসা করেছেন গম্ভীর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিশ্বকাপ প্রসঙ্গে বলতে গিয়ে গম্ভীর প্রথমেই জানান যে গোটা বিশ্বকাপ জুড়েই ভারতের পারফর্মেন্স ছিল অনবদ্য। শুধুমাত্র একটা ম্যাচের ফলাফল দিয়ে কোন দলকে বিচার করা যায় না। “অধিনায়ক হিসেবে রোহিত খুবই ভালো। পাঁচ পাঁচটা আইপিএল ট্রফি জেতা মুখের কথা নয়। যেভাবে গোটা বিশ্বকাপ জুড়ে এমনকি ফাইনাল ম্যাচেও ভারত খেলেছে, এবং এটা বলার সময় আমি মাথায় রাখছি ফলাফলের কথা অর্থাৎ ফলাফল যাই হয়ে থাকুক না কেন, ভারতের খেলা ছিল চ্যাম্পিয়নদের মতই। একটা খারাপ ম্যাচ রোহিত শর্মা বা তার দলকে অযোগ্য প্রমাণ করে না। বাকি প্রতিটা ম্যাচে প্রতিপক্ষকে দমিয়ে রাখার পরে একটা খারাপ ম্যাচের ফলাফল যদি রোহিত শর্মাকে খারাপ অধিনায়ক প্রমাণ করে দেয়, তাহলে সেটা ভুল” বলেন গম্ভীর। পাশাপাশি ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মারই অধিনায়ক থাকা উচিত এমনটাই মনে করেন গৌতম গম্ভীর। এই প্রসঙ্গে তিনি বলেন, “রোহিত ফিট থাকলে অবশ্যই দলকে ওর নেতৃত্ব দেওয়া উচিত। আর ফিট না থাকলে সেটা রোহিতই হোক বা অন্য কেউ হোক দলে তাকে রাখাই উচিত নয়। অধিনায়কত্ব একটা দায়িত্ব। প্রথমে একজন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হতে হয়, তারপর অধিনায়ক বানানো হয়। প্রথম একাদশে অধিনায়কের স্থান পাকা হওয়া উচিত সবসময়। আর তার জন্য প্রয়োজন ফর্মে থাকা।” গম্ভীর মনে করেন বয়স নয় একজন খেলোয়াড়ের পারফর্মেন্সই তার দলে থাকার একমাত্র কারণ হওয়া উচিত। “দলে থাকার কারণ বয়স নয় পারফরম্যান্স হওয়া উচিত। অবসর গ্রহণ একজন খেলোয়াড়ের অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ তাকে এই বিষয়ে জোর করতে পারে না। নির্বাচকদের সম্পূর্ণ অধিকার রয়েছে তাকে দলে না নেওয়ার, কিন্তু তার হাত থেকে ব্যাট বা বল কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। দিনের শেষে ফর্মই শেষ কথা বলে” বলেন গৌতম গম্ভীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version