ক্রিকেট
জাতীয় দলের কোচ হলেন গৌতম গম্ভীর…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হলেন গৌতম গম্ভীর। বিসিসিআই সচিব জয় শাহ বুধবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরটি শেয়ার করেছেন। এক্সে নিজের অফিসিয়াল একাউন্টে তিনি পোস্ট করেন, “খুব আনন্দের সাথে আমি গৌতম গম্ভীরকে ভারতের জাতীয় দলের হেড কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট খুব দ্রুত পরিবর্তিত হয়েছে আর সেই পরিবর্তন গম্ভীর খুব সামনে থেকে দেখেছে। নিজের কেরিয়ারে একাধিকবার বিভিন্ন ভূমিকা পালন করার পরে, আমার দৃঢ় বিশ্বাস জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ায় গম্ভীরের কোন বিকল্প নেই। দলের জন্য তাঁর দূরদর্শিতা, অভিজ্ঞতা ইত্যাদি তাকে আদর্শ কোচ হিসেবে জায়গা করে দেবে। তার এই নতুন পথ চলায় বিসিসিআই সবরকমভাবে তার পাশে থাকবে।”
প্রসঙ্গত রাহুল দ্রাবিড়ের পরিবর্তে হেড কোচের দায়িত্বে নিযুক্ত হলেন গৌতম গম্ভীর। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাদের কোচ ছিলেন দ্রাবিড়। বিশ্বকাপজয়ী কোচের উদ্দেশ্যে জয় শাহ বলেছেন, “রাহুল দ্রাবিড়ের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাঁর সফল কোচিং কেরিয়ারের জন্য। তাঁর তত্ত্বাবধানে টিম ইন্ডিয়া ক্রিকেটের সমস্ত ফরম্যাটে নিজেদের আধিপত্য বজায় রেখেছে এমনকি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দেশকে গর্বিত করেছে। তাঁর স্ট্রাটেজি দক্ষতা এবং নতুন ট্যালেন্টকে পরখ করে নেওয়া নিঃসন্দেহে দলের মধ্যে দারুণ অনুপ্রেরণার সঞ্চার করেছে যা আজ তিনি দলের জন্য রেখে যাচ্ছেন। আমাদের ড্রেসিংরুম আজ যে কোন চ্যালেঞ্জকে একসাথে মোকাবিলা করার জন্য যেমন তৈরি, অন্যদিকে একে অপরের উন্নতিতেও তাঁরা ভীষণই খুশি হয়।” প্রসঙ্গত, এই বছর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে কোন ম্যাচ না হেরে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রথম দল হিসেবে ভারত নতুন রেকর্ড করেছে।