আন্তর্জাতিক ক্রিকেট
পাক সমর্থকদের অশালীন ইঙ্গিত, বিতর্কে জড়ালেন গম্ভীর
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিতর্ক যেন গম্ভীরের পিছু ছাড়ছে না কিছুতেই। এর আগে আইপিএলে বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়িয়ে তুমুল চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ফের বিতর্কে জড়িয়ে শিরোনামে উঠে এলেন তিনি। এবারে ধারাভাষ্য করার সময় পাক সমর্থকদের উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠল গম্ভীরের বিরুদ্ধে।
শনিবার ক্যান্ডির মাঠে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন গম্ভীর। ভারত বনাম পাকিস্তান, চরম উত্তেজনার ম্যাচ। তখনো গ্যালারি পরিপূর্ণ হয়নি। ধারাভাষ্য করতে করতেই ফাঁকা গ্যালারিতে এসেছিলেন গৌতম গম্ভীর। সেই সময় তাকে উদ্দেশ্য করে বেশ কিছু গালিগালাজ করেন পাক সমর্থকদের একদল। এই ব্যবহার হজম করে নেওয়ার পাত্র আর যেই হোক গৌতম গম্ভীর নয়। ফলে সেই সমর্থকদের উদ্দেশ্যে মধ্যমা দেখিয়ে অশালীন ইঙ্গিত করেন তিনি। তবে তার এই আচরণের কারণ জানতে চাওয়া হলে অস্বীকার করেননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। বরং স্পষ্ট বলেন ভারত বিরোধী কথাবার্তা বলার জন্যই দেশের নাগরিক হিসেবে তার যা ঠিক মনে হয়েছে তিনি তাই করেছেন। “পাকিস্তানের কিছু সমর্থক আমাকে দেখে কটুক্তি করতে শুরু করে। কাশ্মীর নিয়ে বেশ কিছু ভারত বিরোধী কথাবার্তাও বলে ওরা। সেটা একজন ভারতীয় হিসেবে আমি মেনে নিতে পারিনি। সমাজমাধ্যমে সব সময় যেটুকু দেখা যায় সেটুকুর বাইরেও একটা সত্যি থাকে। আর এক্ষেত্রে সত্যিটা এটাই যে আমার দেশের বিরুদ্ধে কোন নোংরা মন্তব্য আমি সহ্য করব না। তাই আমার মনে হয় আমি যা করেছি ঠিক করেছি।”