আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী গৌতম গম্ভীর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেটে হার স্বীকার করেছে টিম ইন্ডিয়া। তার পাশাপাশিই ঋষভ পন্থ ও শুভমান গিলের চোট চিন্তা বাড়িয়েছে গুরু গম্ভীরের। কেএল রাহুলের ফর্ম নিয়েও উঠছে বড় প্রশ্ন। যদিও পুনেতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে, চিন্তা ছিল উইকেটের পেছনে কাকে দেখা যেতে পারে? এবারে সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দ্বিতীয় টেস্টে উইকেটকিপার হিসাবে থাকবেন ঋষভ পন্থই। তবে শুভমান গিলের খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন গম্ভীর।

প্রথম টেস্টে না জিততে পারলেও, লড়াইয়ের মানসিকতা দেখিয়েছিলেন রোহিত ব্রিগেডেরা। যা দ্বিতীয় টেস্টে যথেষ্ট বাড়তি তাগিদ জোগাতে পারে ভারতকে। তবে প্রথম একাদশ কেমন হতে পারে সেই বিষয়ে গৌতম গম্ভীর জানাচ্ছেন, “যেকোনও টেস্ট ম্যাচেই প্রথম একাদশ বেছে নেওয়াটা কঠিন কাজ হয়। দলে এই ধরনের প্রতিযোগিতা থাকাটা খুব ভাল। এখন টি-২০ ক্রিকেটের যুগ। আর এই সময়ে ড্র বিষয়টা ভীষণই একঘেয়ে। তবে আমার মনে হয় না টেস্টেও খুব বেশি ড্র দেখা যাবে বলে।”

অপরদিকে কেএল রাহুলের ফর্ম সমস্যায় ফেলতে পারে গম্ভীরকে। এই ফর্মের জেরে, সমাজমধ্যমে অনেকেই বলছেন রাহুলকে বসিয়ে দেওয়ার কথা। যদিও কোচ গৌতম গম্ভীর সেসব বিষয়কে পাত্তাই দিচ্ছেন না। তিনি বলেন, “প্রথম একাদশ কী হবে, সেটা নিয়ে ম্যানেজমেন্ট যা ভাবছে, সেটাই আসল। সমাজমাধ্যমের বিশেষজ্ঞরা কী বলছেন তার কোনও ভূমিকা নেই। কানপুর টেস্টে রাহুল ভালই খেলেছে। তবে হ্যাঁ, বড় রান করতে রাহুল অবশ্যই তৎপর থাকবে এবং আমরাও ওর পাশে আছি।” তবে দ্বিতীয় টেস্টে ভারত জয়ের জন্যই ঝাঁপাবে। কিন্তু এখানে বড় প্রশ্ন একটাই। শুভমান গিল ও ঋষভ পন্থ খেলবেন কিনা? প্রথম টেস্টে চোটের কারণে, ব্যাটিং করলেও কিপিং করতে পারেননি তিনি। তবে গম্ভীর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “পন্থ ভালই আছে এবং কালকের ম্যাচে উইকেটকিপিং করবে।” তবে গিলের ব্যাপারে তিনি বলেন, “গিল এখন সুস্থ। যদিও আগের ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না ও। কিন্তু আমরা এখনও প্রথম একাদশ বাছতে পারিনি। তবে আমরা যে দল নিয়েই নামি না কেন, আমরা জয়ের জন্যই ঝাঁপাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version