আইপিএল

প্রাক্তন ক্রিকেটারকে খোঁচা দিয়ে রাহুলের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কে এল রাহুলের সমালোচনা করার জন্য প্রাক্তন ক্রিকেটারকে একহাত নিলেন গৌতম গম্ভীর। বেশ কিছুদিন ধরেই বারবার শিরোনামে উঠে আসছেন কে এল রাহুল। সম্প্রতি ভারতের সহ অধিনায়ক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন রাহুল। এমনকি বর্ডার গাভাস্কার ট্রফির সময় তার পরিবর্তে দলে নেওয়া হয় শুভমন গিলকে। খারাপ পারফরমেন্সের জন্য তীব্র সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে তাকে। কিন্তু এবার তার পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। রীতিমতো রাহুলের সমালোচকদের কড়া ভাষায় জবাবও দিলেন গম্ভীর।

এই মৌসুমের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। সুপার জায়ান্টস্ দলটির সামগ্রিক তদারকির দায়িত্বে রয়েছেন গৌতম গম্ভীর। আর তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে খুব কড়া ভাষায় জবাব দিয়ে কে এল রাহুলের পাশেই দাঁড়ান ভারতের প্রাক্তন ক্রিকেটার। আইপিএলে কে এল রাহুলের উপর ঠিক কতটা চাপ থাকবে এই প্রশ্নের উত্তরে গম্ভীর জানান, “কিসের চাপ? শেষবার আমরা তিন নম্বরে এসে থেমেছিলাম আর সেটাও একটা কঠিন লড়াই ছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। অবশ্যই একটাই টিমের পক্ষে ট্রফি জেতা সম্ভব এবং গতবার সেটা গুজরাট জিতেছিল। আর যতদূর কে এল রাহুলের কথা উঠছে তাতে আমার মনে হয় না ওর চাপে থাকার কোন কারণ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল দুটো এক নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ফল করতে না পারলে আইপিএলে হাজার রান করার পরেও কেউ চিনবে না। এখানে সমালোচনাই শেষ কথা। কারণ মাত্র ১৫ জন খেলোয়াড় দেশের জন্য খেলার সুযোগ পায়। অন্যদিকে আইপিএলে ১৫০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। তাই এই দুইয়ের মাঝে কোন তুলনা চলে না।” গম্ভীর আরো বলেন, “আইপিএলে রাহুলের নামে চার থেকে পাঁচটা সেঞ্চুরি রয়েছে। গতবারও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ও সেঞ্চুরি করেছে অথচ তারপরেও ওকে নিয়ে সমালোচনা চলছে। আসলে সমস্যাটা অন্য। এখানে অনেকেই আছেন। আর মাঝে মাঝে প্রাক্তন ক্রিকেটারদের প্রাসঙ্গিক থাকার জন্য একটু মশলার প্রয়োজন হয়। আর সেই কারণেই অন্য ক্রিকেটারদের সমালোচনা শুরু করেন তারা। তবে আমি বিশ্বাস করি একজন খেলোয়াড় কখনো ম্যাচ জেতাতে পারে না। তার জন্য গোটা টিম এবং ড্রেসিংরুমে থাকা প্রত্যেকের অবদান গুরুত্বপূর্ণ।” এখানে প্রাক্তন ক্রিকেটার বলে গম্ভীর যে পরোক্ষভাবে ভেঙ্কটেশ প্রসাদকেই বোঝাতে চেয়েছেন, তা বুঝতে বাকি নেই কারোরই। তবে এখন দেখার সত্যিই গৌতম গম্ভীরের কথা মেনে কে এল রাহুল কতটা চাপমুক্ত হয়ে আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version