আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: বৃষ্টির জন্য বাতিল হল প্রথম দিনের টেস্ট ম্যাচ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যা ভাবা হচ্ছিল তাই হলো। বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। বুধবার সকাল থেকে বেঙ্গালুরুতে বারংবার বৃষ্টির জন্য, প্রথম দিনের টেস্টে একটি বলও গড়ায়নি বেঙ্গালুরুতে ।

সকাল থেকেই আবহাওয়া বৃষ্টিস্নাত ছিল। ফলে টস হওয়ার আগেই ঢেকে দিতে হয় পিচ। কিছুক্ষণ সময়ের জন্য বৃষ্টি খানিকটা কমলেও, মাঠ থেকে কভার সরানো যায়নি। যার ফলে টসের সময়ও পিছিয়ে যায় এবং প্রথম সেশনের খেলাও ভেস্তে যায়। দ্বিতীয় সেশনেও কয়েকবার বৃষ্টি কমলেও, খেলার মতো পরিস্থিতি কখনোই তৈরি হয়ে ওঠেনি। ফলে দুপুর ২.৩০ মিনিট নাগাদ আম্পায়াররা প্রথম দিনের খেলা বাতিল বলে ঘোষণা করে দেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের উপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার ভাগ্য অনেকখানি নির্ভর করছে ভারতের। আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রোহিত-কোহলিরা। এদিকে ঘরের মাটিতে টানা ১৮টি সিরিজে জয় পেলেও আর তিনটি টেস্ট জিততে পারলে আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কার্যত নিশ্চিত করে ফেলবে ভারত। তবে স্বস্তির খবর যে, প্রথম দিন প্রবল বৃষ্টি হলেও, দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। এর পাশাপাশিই বেঙ্গালুরুর মাঠের ড্রেনেজ সিস্টেম খুব ভালো যার ফলে একটু সময় পেলেই মাঠ খেলার উপযুক্ত করে তুলবেন বলেই ভরসা দিচ্ছে গ্রাউন্ড স্টাফেরা। অপরদিকে প্রথম দিনের খেলায় বল না গড়ানোর ফলে বাকি দিন গুলিতে অতিরিক্ত ওভার খেলানোর চেষ্টাও করা হবে বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version