আন্তর্জাতিক ক্রিকেট

ভারত পাকিস্তান ম্যাচে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচ শুধু একটা মাঠের লড়াই নয়, এ যেন দুই দেশের আবেগের লড়াই। আর সেই লড়াই থেকে বাদ পড়েন না প্রাক্তন ক্রিকেটাররাও। অনেক সময়ই দেখা যায় প্রায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও মাঠের এই লড়াইয়ে জড়িয়ে পড়ছেন দুই দেশের প্রাক্তনীরা। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।

ম্যাচের শুরুতেই সঞ্জয় মঞ্জরেকারের পিচ রিপোর্ট দিয়ে শুরু হয় সেই লড়াই। পাল্লেকেলের উইকেট ইউনিক, ফলে সেখানে পেশাররা যেমন ভালো মুভমেন্ট পাবেন সেরকমই স্পিনারদের কাছেও ভালো সুযোগ থাকবে। এমনকি চোখ কান খোলা রাখলে সেঞ্চুরিও পেতে পারেন ব্যাটসম্যানরা এমনটাই নিজের রিপোর্টে উল্লেখ করেন মঞ্জরেকার। এরপরেই পিচ রিপোর্টকে খোঁচা মেরে তির্যক মন্তব্য করে বসেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ওয়াসিম আক্রম। সরাসরি বলেন এই পিচ রিপোর্ট শুনে ব্যাটসম্যানরা দ্বিধায় পড়বে বইকি সুবিধে কিছুই পাবে না। যে উইকেটে সুইং আর স্পিন দুটোই ভালো কাজ করবে সেখানে ব্যাটসম্যানরা সেঞ্চুরি পাবে এটা যথেষ্ট ঘোরালো বিষয়। আবার ম্যাচ শুরু হওয়ার পর পাল্টা খোঁচা দেন মঞ্জরেকার। এর আগে আক্রম বলেছিলেন স্ট্যান্ডে সবুজ জার্সির তুলনায় নীল জার্সির সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আর তার উত্তরেই মঞ্জরেকার খোঁচা মেরে বলেন হয়তো টিকিটের দামের কারণেই এই পার্থক্য। ভারত-পাকিস্তান ম্যাচ ঠিক যতটা উত্তেজনা দর্শকদের মধ্যে আনে, ততটাই যে ধারাভাষ্যকারেরাও অনুভব করেন তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version