আন্তর্জাতিক ক্রিকেট
অবশেষে শেষ আটে ইংল্যান্ড
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – অজিদের হাত ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড। ইতিমধ্যেই এবারের বিশ্বকাপ বেশ কিছু অঘটনের সাক্ষী হয়েছে। গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানের মতো বড় দল বিদায় নিয়েছে। একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ছিল গতবারের চ্যাম্পিয়নরা। রবিবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গেলে বিদায় হয়ে যেত ইংল্যান্ডের। অবশেষে দশ ওভারের ম্যাচ ৪১ রানে জিতে সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখে জশ বাটলারের দল। তারপরেও বেয়ারস্টোদের তাকিয়ে থাকতে হয় অজিদের দিকে। কারণ ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের পয়েন্ট সমান ছিল। চিরশত্রু অস্ট্রেলিয়ার জয় সুপার এইট নিশ্চিত করে ইংল্যান্ড।
এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় নামিবিয়া। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান তোলে ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর ক্যাচ ফসকে নামিবিয়া শিবিরে অস্বস্তি তৈরি করেন উইকেটরক্ষক জেন গ্রিন। বেয়ারস্টো-হ্যারি ব্রুকের পার্টনারশিপ ইংল্যান্ডকে বড় স্কোর গড়তে সাহায্য করে। ৪৭ রানে অপরাজিত থাকেন ব্রুক। ১৮ বলে ৩১ রান করেন বেয়ারস্টো। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে নামিবিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৮৪ রানের বেশি তুলতে পারেনি তারা। অন্যদিকে, ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে বাটলারদের সুবিধা করে দেয় অস্ট্রেলিয়া।