আইপিএল

ধোনির প্রশংসায় পঞ্চমুখ এনগিদি, জানালেন আইপিএলের অভিজ্ঞতা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক : চার বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইপিএল খেলেছেন। এর মধ্যে দুবার আইপিএল জিতেছে দল। আর এবার ভারতের প্রাক্তন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণ আফ্রিকার লুনগি এনগিদি। জানালেন তরুণ বয়সে ধোনির সান্নিধ্যে এসেই ক্রিকেটের অনেক নতুন দিক খুলে গেছে তার সামনে।

২০১৮ সালে চেন্নাইয়ের হাত ধরে আইপিএলে আসেন এনগিদি। ২০১৮ এবং ২০২১ জেতেন এই টুর্নামেন্টে। মাত্র ২২ বছরেই মহেন্দ্র সিংহ ধোনির সাথে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। “আমি কখনো খুব বেশি দর্শকের সামনে খেলিনি। আইপিএল খেলতে এসে বুঝলাম কিভাবে ৬০ হাজার দর্শকের সামনে খেলতে হয়। তবে প্রথম দিকে বেশ ঘাবড়ে যেতাম। পরে যদিও অতটা অসুবিধে হয়নি” বলেন এনগিদি। ২০২০-তে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটার হয়েছিলেন এনগিদি। কিন্তু নির্বাচনের সমস্যার কারণে দল থেকে বাদ পড়তে হয় তাকে। বর্তমানে চেন্নাই ছেড়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে যোগ দিয়েছেন তিনি। বিশেষভাবে উল্লেখ করেছেন ঋষভ পন্থ আর রাবাডার কথা। এরা দুজনে যে ভীষণভাবে তাকে সাহস জুগিয়েছেন, সেই কথা জানিয়েছেন এনগিদি নিজেই। তিনি আরো বলেছেন নেটে ঋষভ পন্থকে বল করতে সবথেকে ভালো লাগে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version