আইপিএল

আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নিশ্চুপেই সরে দাঁড়িয়ে ছিলেন অধিনায়কত্ব থেকে। আবার ঠিক ততটাই চুপিসারে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেও। আইপিএল এর মঞ্চে তাকে দেখার জন্যই সবথেকে বেশি উচ্ছ্বাস নিয়ে বসে থাকেন প্রায় সব দলের সমর্থকরা। এবার আইপিএল থেকেও কি সরে দাঁড়াতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? ইডেনে সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য ফের এরকমই জল্পনা উসকে দিল।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চেন্নাই সুপার কিংস অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন। আর সেখানেই প্রশ্নের উত্তরে বলেন, “নিজের ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এখন গুরুত্বপূর্ণ হল যে কদিন ক্রিকেট খেলব উপভোগ করব।” আর তার এই মন্তব্যের জেরেই এখন উঠছে এই প্রশ্ন যে তাহলে কি আইপিএল থেকেও সরে দাঁড়াতে চলেছেন ধোনি? যদিও চলতি আইপিএলে ধোনিকে দেখা গেছে চেনা ছন্দে। হাঁকিয়েছেন ছটি ছক্কা। এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অনবদ্য দক্ষতায় লুফে নিয়েছেন মার্করামের ক্যাচটি। অথচ সেরা ক্যাচ এর জন্য মনোনীত হননি ধোনি। ধারাভাষ্যকর হর্ষ ভোগলেকে আক্ষেপের সুরে জানিয়েওছেন সেই কথা। “আমি ঠিক পজিশনে ছিলাম না। যেহেতু গ্লাভস পড়ে থাকি, তাই সবাই ভাবে বিষয়টা খুব সহজ। তবে আমার মনে হয়েছিল ক্যাচটা দুর্দান্ত। কখনো কখনো উইকেটরক্ষক ঠিক জায়গায় না থাকার পরেও ক্যাচ ধরে ফেলে। রাহুল দ্রাবিড়ের ঠিক এরকমই একটি ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে। শচীনের মত ও ১৬-১৭ বছর থেকে খেলা শুরু করেনি। কিন্তু বয়স যত বাড়ে খেলার অভিজ্ঞতা বাড়তে থাকে” বলেন তিনি। হর্ষ ধোনির এমন কিছু বয়স হয়নি বললে সেই উত্তরে ক্যাপ্টেন কুল নিজেই বলেন, “নিশ্চয়ই হয়েছে আর এই সত্যিটা থেকে পালানোর কোন পথই নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version