আইপিএল
পন্থের পরিবর্ত হিসেবে নতুন অধিনায়ক বেছে নিল দিল্লি ক্যাপিটালস
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দোরগোড়ায় আইপিএল। অথচ এখনো পর্যন্ত সুস্থ হতে পারেননি ঋষভ পন্থ। গত বছরের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর থেকেই ধরে নেওয়া গেছিল বেশ লম্বা সময়ের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। তবে সময় তো থেমে থাকবে না। আর তাই পান্থের পরিবর্ত হিসেবে এবার অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস।
বৃহস্পতিবার সকালে টুইট করে সিদ্ধান্ত জানায় দিল্লি ক্যাপিটালস। এই মরসুমের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন অক্ষর প্যাটেল। বর্তমানে দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার ওয়ার্নার। এর আগে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদকেও। অন্যদিকে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দারুণ ব্যাটিং করেছেন অক্ষর প্যাটেল। তবে এবারে তার কাধে এসে পড়ল আরো বড় দায়িত্ব। সহ অধিনায়ক নির্বাচিত হওয়া এই প্রথম। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে কলকাতায় দুদিনের শিবির শুরু করছে দিল্লি। এর আগে দিল্লি ক্যাপিটালস এর ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন পন্থের প্রত্যাবর্তন নিয়ে তিনি আশাবাদী। “মাত্র ২৩ বছর বয়স ওর। ফিরে আসার অনেক সময় ওর কাছে রয়েছে। আশা করি খুব দ্রুতই ওকে আবার ক্রিকেটে দেখতে পাবো” বলেন সৌরভ।
গত ৩০শে ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মারে পন্থের গাড়ি। এবং প্রায় সাথে সাথেই গাড়িতে লেগে যায় আগুন। তরুণ ক্রিকেটারের মাথা, পিঠ এবং পায়ের চোট এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচার করা আবশ্যক হয়ে পড়ে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ছাড়া পেলেও এখনো সুস্থ হতে তার অনেক সময় লাগবে এমনটাই জানা গিয়েছিল। তবে ভারতের ক্রিকেট অনুরাগীরা মুখিয়ে আছেন তাদের প্রিয় উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থকে চেনা ছন্দে আবার মাঠে দেখার জন্য।