আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: পরপর হারের জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে চাপে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১০ দিন আগে বাংলাদেশকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা একপ্রকার নিশ্চিত ছিল ভারতের। তবে এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে হারের পর পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের খেলা প্রশ্নের মুখে। পয়েন্ট তালিকায় এখনও শীর্ষে থাকলেও আশঙ্কা কমছে না ভারতের। ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

এই সিরিজের আগে ১১টি টেস্ট খেলে ৮টি জিতেছিল ভারত। সব মিলিয়ে ৯৮ পয়েন্ট ছিল রোহিতদের। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ভারতের পয়েন্ট ৭৪.২৪ শতাংশ থাকলেও, দুটি টেস্ট হারের পর তা নেমে হয়েছে ৬২.৮২। অন্যদিকে ৬২.৫০ শতাংশ নিয়ে একদম ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে অজিরা। যদিও ভারতের এখনও একটি টেস্ট বাকি কিউয়িদের বিরুদ্ধে। যদি সেখানেও জয় না আসে তাহলে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার আশঙ্কাও।

অপরদিকে বাংলাদেশকে হারিয়ে লড়াইয়ে এসে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ৭ টেস্টে তাদের পয়েন্ট হয়েছে ৪৭.৬২। তাদের হাতে রয়েছে পাঁচটি টেস্ট। যার ফলে ক্রমশ চাপ বাড়ছে ভারতের উপরই। অপরদিকে ওয়াংখেড়েতে পরের টেস্টে জিতলেও রেহাই নেই ভারতের। অস্ট্রেলিয়ায় বাকি পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে টিম ইন্ডিয়াকে জিততে হবে আরও তিনটি টেস্ট। এই মুহূর্তে যা ফর্ম ভারতের, তাতে গত দুবার জিতলেও এবারে চাপে থাকবেন রোহিত- কোহলিরা তা বলাই বাহুল্য। এবারে দেখার, রোহিতরা কতটা নিজেদের তৈরি করতে পারেন আসন্ন ৬টি টেস্ট ম্যাচের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version