আন্তর্জাতিক ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ওয়ার্নারের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। তবে পুরোপুরি কি সরে দাঁড়াচ্ছেন? কারণ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেও, একটি টুইস্টের অবকাশ কিন্তু রেখেই দিলেন ওয়ার্নার। ২০২৫ সালে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ক্যাম্পেনে থাকতে পারেন তিনি এমনটাই ইঙ্গিত পাওয়া গেল। প্রসঙ্গত পাকিস্তানের অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে যদি তিনি সত্যিই অংশগ্রহণ করেন, তাহলে তার আগে শেষবার গত ২৪ জুন ভারতের বিরুদ্ধে মাঠে নেমে ছিলেন ওয়ার্নার। সদ্য অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। আর সেটাই ছিল ওয়ার্নারের দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের অবসর ঘোষণা করেন ওয়ার্নার। দেশের জন্য ক্রিকেট খেলতে পেরে তিনি যে গর্বিত এ কথাও বলতে ভোলেননি তিনি। ওয়ার্নার বলেন, “অধ্যায় শেষ। দীর্ঘ সময় ধরে একটা দারুন অভিজ্ঞতার সঞ্চয় করেছি। অস্ট্রেলিয়া আমার দল। কেরিয়ার এর বেশিরভাগ সময়টাই ছিল আন্তর্জাতিক লেভেলে। সমস্ত ফরম্যাটেই শতাধিক ম্যাচ খেলতে পারা সত্যিই গর্বের বিষয়। যাদের জন্য এটা সম্ভব হয়েছে তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমার স্ত্রী এবং মেয়েরা, ব্যক্তিগত জীবনের ত্যাগ স্বীকার করেও যেভাবে আমাকে সমর্থন করেছে তা অনস্বীকার্য। এটা বাইরের কেউ বোঝে না। সমস্ত ক্রিকেট অনুরাগীদের কাছে আমি একটাই কথা বলতে চাই যে আশা করি তাদের আনন্দ দিতে পেরেছি এবং বিশেষত টেস্ট ক্রিকেটে অন্যদের থেকে দ্রুত রান করে আমরা বেশ কিছু পরিবর্তন আনতে পেরেছি। সমর্থকদের ছাড়া আমাদের পক্ষে এটা করা সম্ভব ছিল না।” এর পাশাপাশি এখনই সম্পূর্ণভাবে খেলা থেকে যে সরে যাচ্ছেন না সেটাও জানিয়েছেন ওয়ার্নার। বলেছেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমি খেলব এবং যদি আমাকে নির্বাচন করা হয় তাহলে ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমি দেশের হয়ে মাঠে নামতে চাই। সকল সতীর্থ এবং সহকর্মীদের বলতে চাই আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করার জন্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ এবং ফোনে আমার গলা শোনার থেকে আপনাদের কান এবার রেহাই পাবে। আমাদের দল গত কয়েক বছরে অনবদ্য সাফল্য অর্জন করেছে এবং আগামী দিনেও তাই করবে এমনটাই আমার বিশ্বাস। প্যাট কামিন্স এবং বাকিরা এই ধারা বজায় রাখবে।”

প্রসঙ্গত জানুয়ারি মাসে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়ার্নার। আর শেষবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা গিয়েছিল ২০২৩ ওডিআই বিশ্বকাপে, যেটি জিতেছিল তারই দল অস্ট্রেলিয়া। ৩৭ বছরের বর্ষীয়ান এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে টেস্ট ক্রিকেটের ৮৭৮৬ রান, যারমধ্যে মোট ২৬ টি সেঞ্চুরি এবং ৩৭ টি হাফ সেঞ্চুরি। তার ১৬১ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ২২ টি সেঞ্চুরি এবং ২৩ টি হাফ সেঞ্চুরি সহযোগে সাজানো রয়েছে মোট ৬৯৩২ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে একটি সেঞ্চুরি সহযোগে মোট ৩২৭৭ রানের অধিকারী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version