আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: সহকারী কোচ ছাড়াই প্রথম টেস্টে নামবে অস্ট্রেলিয়া? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে দুবার অজি ভূমিতে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে ভারত। তবে ঘরের মাঠে তৃতীয়বার সেই হার আটকাতে মরিয়া অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। পার্থ টেস্টে ডাগআউটে সহকারী কোচ ড্যানিয়েল ভেটোরিকে ছাড়াই খেলতে নামতে হবে প্যাট কামিন্সদের। শোনা যাচ্ছে আইপিএল নিলামের জন্য ওই সময়ে সৌদি আরবে থাকবেন তিনি।

পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ শুরু হতে চলেছে আগামী শুক্রবার থেকে। প্রথম টেস্ট আয়োজিত হবে পার্থে। তবে সেই সময় অর্থাৎ আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে আসন্ন আইপিএলের মহা নিলাম। আইপিএলে হায়দ্রাবাদ দলের হেড কোচ এই ড্যানিয়েল ভেটোরি। যার ফলে সেই সময় নিলামের টেবিলে উপস্থিত থাকার কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ডাগআউটে দেখা যাবেনা তাঁকে। যদিও এই বিষয়ে অজি ক্রিকেট বোর্ডের সমর্থন পেয়েছেন ভেটোরি। শুধু অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্বই নয়, তার পাশাপাশি আরও দুটি ফ্র্যাঞ্চাইজি দলেরও কোচিং করান ভেটোরি। তবে যা খবর তাতে হয়ত প্রথম টেস্টের দুদিন দলের সঙ্গে থেকে তারপর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এই বিষয়ে অস্ট্রেলিয়া দলের মুখপাত্র জানিয়েছেন, “নিলাম শেষ হওয়ার পর পুর বর্ডার-গাভাস্কার সিরিজে দলের সঙ্গেই থাকবেন ভেটোরি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version