আন্তর্জাতিক ক্রিকেট

CWC 2023: আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চান রোহিত শর্মা

Published

on

সৌরভ রায়, দিল্লি: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে ২০০ রানা তাড়া করতে গিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়েছিল। প্রথম দুই ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। যদিও বিরাট কোহলি এবং কেএল রাহুলের দুর্দান্ত জুটিতে ভর করে ম্যাচ জিতে যায় ভারত। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ভারতীয় দল।

বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচগুলি ৯ টি ভিন্ন মাঠে ভারতকে খেলতে হচ্ছে। ভিন্ন ভিন্ন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অধিনায়ক রোহিত শর্মা।

চীপকে ধীরগতির স্পিনিং উইকেটে খেলতে হয়েছিল ভারতকে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলায় সম্পূর্ণ ভিন্ন উইকেট আশা করছেন রোহিত শর্মা। গত সপ্তাহে এই একই উইকেটে ৭০০ বেশি রান এসেছে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচে।

ডেঙ্গু আক্রান্ত শুভমন গিলের পরিবর্তে আবারও রোহিত শর্মার সাথে ওপেন করতে দেখা যাবে ইশান কিষাণকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ইশান কিষাণ এবং শ্রেয়াস আইয়ারের শট নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তাদের তাড়াতাড়ি উইকেট ছুড়ে দিয়ে আসার কারনেই বিপদে পড়তে হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপকে। আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে এই ব্যাপারে তাদের আরও সচেতন হতে হবে।

আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগের দিন ভারতীয় ক্রিকেটারদের জন্য ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছিল। এদিন আলোর নিচে ভারতের ৬ জন ক্রিকেটার অনুশীলন করলেন। অধিনায়ক রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, ইশান কিষাণ, শার্দুল ঠাকুর এবং সূর্য কুমার যাদব। ফ্লাডলাইটে ব্যাটিং করলেন প্রায় সকলেই। তবে যার দিকে সবচেয়ে বেশি নজর ছিল তিনি হলেন ইশান কিষাণ। এই মুহুর্তে সকলেই চাইছেন দ্বিতীয় ম্যাচে রানের মধ্যে ফিরুক ইশান কিষাণ। শুভমন গিলের পরিবর্তে দলে সুযোগ পাওয়ায় তার রান পাওটা খুবই গুরুত্বপূর্ণ। এদিন অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ারকেও কঠিন অনুশীলন করতে দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version