আন্তর্জাতিক ক্রিকেট
CWC 2023: ঢাকে কাঠি পড়ে গেছে ক্রিকেটের মহোৎসবের
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ প্রহর গোনা শেষ, হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই শুরু হয়ে যাবে ক্রিকেটের সবথেকে বড় যুদ্ধ। গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ কিন্তু চড়ছেই। চার বছর আগে বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে শেষ হাসি হেসেছিল ইংল্যান্ড। বৃহস্পতিবার আহমেদাবাদে আবারও মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। যদিও এই ম্যাচকে বদলার ম্যাচ মানছেননা নিউজিল্যান্ড ক্রিকেট টিম। পুরোন বৈরিতা ভুলে নতুন করে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে চান কিউইরা। দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। তাই ভারতের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
২০১৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বেন স্টোকস। সেই স্টোকসকে হয়তো ইংল্যান্ড পাবেনা প্রথম ম্যাচে। চোট চিন্তায় কপালে ভাঁজ পড়েছে দুই শিবিরেই। কেন উইলিয়ামসনকে ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড। তবে দুই দলেই বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা ভারতে আইপিএল খেলে গিয়েছেন। সুতরাং ভারতীয় পরিবেশের সাথে মানিয়ে নিতে তাদের কোন সমস্যা হবেনা। উপমহাদেশের পিচে স্পিন বোলিংকে কাজে লাগাতে চাইবেন দু’পক্ষই। দুই দলের কাছেই যথেষ্ট রশদ রয়েছে ম্যাচ জেতার জন্য। এখন দেখার শেষ পর্যন্ত বিশ্বকাপের প্রথম ম্যাচে কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যায়।