আন্তর্জাতিক ক্রিকেট

এক লাখ তিরিশ হাজারের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে চুপ করাতে চান কামিন্স

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। আর এবার আমেদাবাদের ভর্তি গ্যালারিতে ভারতীয় দর্শকদের উল্লাসের মুখে স্নায়ু শক্ত রেখে নিজের দলকে খেলার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আত্মবিশ্বাসের সুরে জানালেন গোটা গ্যালারিকে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অস্ট্রেলিয়া।

কঠিন চ্যালেঞ্জ, এক লক্ষ তিরিশ হাজার ভারতীয় দর্শকের সামনে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তবে আইপিএলের দৌলতে ভারতীয় ক্রিকেট অনুগামীদের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। “নিঃসন্দেহে গ্যালারি থেকে একতরফা সমর্থন পাবে ভারত। তবে খেলার জগতে গোটা গ্যালারিকে চুপ করিয়ে দেওয়ার থেকে বড় স্বস্তি আর কিছুতে নেই। আর কাল এটাই হতে চলেছে আমাদের লক্ষ্য। বিশ্বকাপের মত মঞ্চে ফাইনাল খেলা বেশ কঠিন। তবে প্রতিটা মুহূর্তকে গ্রহণ করতে পারলে কঠিন কাজও সহজ হয়ে যায়। প্রতিটা মুহূর্তকে ভালবাসতে হবে। আর মাথায় রাখতে হবে যাই হয়ে যাক না কেন দিনের শেষে যেন কোন আক্ষেপ না থাকে। সবটুকুকেই যেন সহজভাবে গ্রহণ করা যায়” বলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি আরো বলেন ভারতীয় দর্শকদের উল্লাস তাদের কাছে অপ্রত্যাশিত নয়। “গ্যালারির দর্শকদের সাথে প্রত্যেকের নিজের নিজের মতো করে যোগাযোগ তৈরি করে। কখনো দেখা যায় গানের সাথে ডেভিড ওয়ার্নার নাচছেন, আবার অনেকেই নিজেদের দূরত্ব বজায় রাখেন। তাই সব মিলিয়ে আশা করি দিনটা ভালই কাটবে। অন্যদিকে ভারত ভীষণ শক্তিশালী দল। এই প্রতিযোগিতায় একবারও পরাজিত হয়নি। তাই সেটা মাথায় রেখেই আমরা মাঠে নামবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version