আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: ব্যাটিংয়ের পর বোলিংয়েও দিশেহারা ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে ভারত। ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পর বোলিংয়েও ঘুরে দাঁড়াতে পারল না তাঁরা। বেঙ্গালুরুতে টেস্টের প্রথম দিন বৃষ্টি বিঘ্নিত হওয়ার পর দ্বিতীয় দিনে কার্যত দিশাহীন বোলিং করলেন জশপ্রীত বুমরাহরা। এদিনের শেষে তিন উইকেট হারিয়ে ১৮০ রান ইতিমধ্যেই তুলে ফেলেছে নিউজিল্যান্ড। আপাতত ১৩৪ রানের লিড রয়েছে তাদের হাতে। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে।

শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলা শুরু করলেন দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে এবং টম লাথাম। মাত্র ১৩তম ওভারেই কোনো উইকেট না হারিয়ে ভারতের রানকে ছাপিয়ে যায় তাঁরা। অপরদিকে রান সংখ্যা কম। তার উপর খারাপ ফিল্ডিং করছেন ভারতের ফিল্ডাররা। ১৩তম ওভারেই সিরাজের করা বলে স্লিপে টম লাথামের ক্যাচ ফসকান কে এল রাহুল। যদিও কিছুক্ষন পরেই ১৮তম ওভারে কুলদীপ যাদবের জাদুতে আউট হন লাথাম। কিন্তু তারপরেও রান গতি থামাতে পারেননি ভারতীয় বোলাররা। এছাড়া ডেভন কনওয়েকে বেশ ভাল ছন্দে দেখা যাচ্ছিল।

১০৫ বলে ৯১ রানের বিরাট ইনিংস খেলে, রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ভারতীয় বোলারদের উপরে চাপ রেখেছিলেন তিনি। যদিও বেশি আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে গিয়ে শতরানও হাতছাড়া করলেন কনওয়ে। তবে এখন যা অবস্থা তাতে ভারতকে এই টেস্ট বাঁচাতে গেলে অলৌকিক কিছু করে দেখাতে হবে। কিউয়িরা যেভাবে ব্যাটিং চালাচ্ছে তাতে তৃতীয় দিনে তাঁরা আরও লিড বাড়াবে। এবারে দেখার প্রথম ইনিংসের ব্যাটিংয়ের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিংয়ের প্রদর্শন দেখাতে পারেন কিনা রোহিত, কোহলি, পান্থরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version