ক্রিকেট

হেলায় আফগানিস্তান বধ ভারতের

Published

on

সৌরভ রায়; বার্বাডোজ, ২০ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শুরুটা দারুন করল ভারত। বৃহস্পতিবার প্রতিপক্ষ আফগানিস্তানকে ৪৭ রানে হারল তাঁরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ রান তোলে ভারত। জবাবে আফগানিস্তান ২০ ওভারে ১৩৪ রান করে অলআউট হয়ে যায়।

এদিন প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি মেন ইন ব্লু’দের। ১৩ বল খেলে মাত্র ৮ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। এই প্রতিযোগিতায় ভারত অধিনায়কের খারাপ ফর্ম অব্যাহত রইল। তিন নম্বরে নেমে ১১ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন ঋষভ পন্থ। অন্যদিকে গ্রুপ পর্যায়ে ওপেন করতে নেমে রান না পাওয়া বিরাট কোহলি, এদিনের ম্যাচে শুরুটা কিছুটা ধীর গতিতে করেন। তবে ২৪ রানে ফিরে যান তিনি। শিবম দুবেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তিনিও মাত্র ৭ রান করে ফিরে যান।

তবে তারপরে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব। যেখানে শুরুতে ভারতীয় ব্যাটাররা ঠিকমত শট খেলতে পারছিলেন না সেখানে সূর্য প্রায় দুশো স্ট্রাইক রেট নিয়ে আফগান বোলারদের সংহার করতে থাকেন। মাত্র ২৭ বলে ৫০ রান পূর্ণ করেন সূর্য। এরপরে সূর্য আউট হয়ে গেলেও, হার্দিক এই প্রতিযোগিতায় নিজের ভালো ফর্ম জারি রাখেন। ২৪ বলে ৩২ রান করে আউট হন তিনি। তবে জাদেজার ব্যাট হাতে এদিনও রান পেলেন না। মাত্র ৭ রান করে আউট হয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের সৌজন্যে ভারত ৭ উইকেটে ১৮১ রান তোলে। আফগানিস্তানের সবথেকে সফল বোলার হন রশিদ খান এবং ফজলহক ফারুকি। দুজনেই তিনটি করে উইকেট পান।

প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তাঁদের হয়ে সর্বাধিক ২৬ রান করেন আজমাতুল্লাহ ওমরজাই। তিনটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং। বুমরাহ ৪ ওভারে মাত্র সাত রান দিয়ে ৩টি উইকেট নেন। পাশাপাশি এই প্রতিযোগিতায় প্রথম খেলতে নামা কুলদীপ যাদব দুটি উইকেট পান। এছাড়া জাদেজা এবং অক্ষর একটি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version