ক্রিকেট
হেলায় আফগানিস্তান বধ ভারতের
সৌরভ রায়; বার্বাডোজ, ২০ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শুরুটা দারুন করল ভারত। বৃহস্পতিবার প্রতিপক্ষ আফগানিস্তানকে ৪৭ রানে হারল তাঁরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ রান তোলে ভারত। জবাবে আফগানিস্তান ২০ ওভারে ১৩৪ রান করে অলআউট হয়ে যায়।
এদিন প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি মেন ইন ব্লু’দের। ১৩ বল খেলে মাত্র ৮ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। এই প্রতিযোগিতায় ভারত অধিনায়কের খারাপ ফর্ম অব্যাহত রইল। তিন নম্বরে নেমে ১১ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন ঋষভ পন্থ। অন্যদিকে গ্রুপ পর্যায়ে ওপেন করতে নেমে রান না পাওয়া বিরাট কোহলি, এদিনের ম্যাচে শুরুটা কিছুটা ধীর গতিতে করেন। তবে ২৪ রানে ফিরে যান তিনি। শিবম দুবেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তিনিও মাত্র ৭ রান করে ফিরে যান।
তবে তারপরে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব। যেখানে শুরুতে ভারতীয় ব্যাটাররা ঠিকমত শট খেলতে পারছিলেন না সেখানে সূর্য প্রায় দুশো স্ট্রাইক রেট নিয়ে আফগান বোলারদের সংহার করতে থাকেন। মাত্র ২৭ বলে ৫০ রান পূর্ণ করেন সূর্য। এরপরে সূর্য আউট হয়ে গেলেও, হার্দিক এই প্রতিযোগিতায় নিজের ভালো ফর্ম জারি রাখেন। ২৪ বলে ৩২ রান করে আউট হন তিনি। তবে জাদেজার ব্যাট হাতে এদিনও রান পেলেন না। মাত্র ৭ রান করে আউট হয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের সৌজন্যে ভারত ৭ উইকেটে ১৮১ রান তোলে। আফগানিস্তানের সবথেকে সফল বোলার হন রশিদ খান এবং ফজলহক ফারুকি। দুজনেই তিনটি করে উইকেট পান।
প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তাঁদের হয়ে সর্বাধিক ২৬ রান করেন আজমাতুল্লাহ ওমরজাই। তিনটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং। বুমরাহ ৪ ওভারে মাত্র সাত রান দিয়ে ৩টি উইকেট নেন। পাশাপাশি এই প্রতিযোগিতায় প্রথম খেলতে নামা কুলদীপ যাদব দুটি উইকেট পান। এছাড়া জাদেজা এবং অক্ষর একটি করে উইকেট নেন।
ক্রিকেট
“আমরা প্রস্তুত” : প্যাট কামিন্স
সৌরভ রায়, পার্থ: গত দশকে একবারও বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। শেষ ২০১৪-১৫ সালে এই প্রতিযোগিতায় ভারতকে হারিয়েছিল তারা। আগামী ২২ শে নভেম্বর শুক্রবার থেকেই শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি। আর এই প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজ হতে চলেছে দুই দেশের মধ্যে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এবার নিজেদের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সাংবাদিক সম্মেলনে এদিন কামিন্স বলেন, “ঘরের মাঠে খেললে বাড়তি চাপ থাকেই। ভারত শক্তিশালী দল। তাই লড়াইটা ভালোই জমবে। বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারা নিঃসন্দেহে দারুন খুশির খবর হবে। তবে আবারও বলছি ভারতকে হাল্কা ছলে নেওয়া যাবে না। ওরা শক্তিশালী দল, যদিও আমরাও ওদের মোকাবিলা করতে প্রস্তুত।”
প্রসঙ্গত বহু দশকের মধ্যে বোধহয় প্রথমবার দুই দলেরই অধিনায়কত্ব করতে চলেছেন দুই পেস বোলার। একদিকে যেমন অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করবেন প্যাট কামিন্স, অন্যদিকে তেমনি রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্টে অধিনায়ক হচ্ছেন যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে ফের যোগ দিতে চলেছেন রোহিত শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: ফিরতে চলেছেন শামি? বিস্তারিত জানতে পড়ুন…
সৌরভ রায়, পার্থ: আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে পার্থে, যেখানে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতির কারণে প্রথম টেস্টে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর এবার সেই বুমরাহর মুখেই শোনা গেল এক নতুন চমকের কথা। স্পষ্ট করে কিছু না জানালেও ইঙ্গিত দিলেন দলে তাঁরই এক সতীর্থের ফেরার। তিনি আর কেউ নন, মহম্মদ শামি।
গত বছর ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন শামি। কিন্তু গোড়ালির চোটের কারণে তাকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে হয় তাঁকে। প্রায় দীর্ঘ এক বছরের এই বিরতিতে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরের এনসিএ’তে রিহ্যাবিলিটেশন শুরু করেন শামি। আর তারপরেই বাংলার হয়ে রঞ্জিতে কামব্যাক করতে দেখা যায় তাঁকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত খেলে সাত উইকেট তুলে নিয়ে নিজের দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “শামি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ওর ওপর নজর রাখছে। সব ঠিক থাকলে হয়তো ওকে দেখাও যেতে পারে এখানে।” কানাঘুষো শোনা যাচ্ছিল যে বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই শামিকে নিয়ে আসা হতে পারে অস্ট্রেলিয়ায়। এবার বুমরাহর কথায় আরও বেশ কিছুটা জোরালো হল সেই জল্পনা।
প্রসঙ্গত নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক টেস্ট সিরিজ হারের কোনরকম প্রভাব পড়বে না দলে, এমনটাই জানান অধিনায়ক বুমরাহ। শূন্য থেকে নতুন করে শুরু করাই এখন ভারতের লক্ষ্য বলেন তিনি।
ক্রিকেট
AUS vs IND: কোহলিকে ওপেন চ্যালেঞ্জ লিয়নের, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সম্প্রতি ঘরের মাঠেও স্পিনের সামনে বেশ নাস্তানাবুদ হয়েছিলেন তিনি। আর আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে এই সুযোগকেই কাজে লাগাতে চাইছেন নাথান লিয়ন। এই প্রতিযোগিতায় বিরাট কোহলির উইকেট তুলে নেওয়াই যে তার লক্ষ্য একথা সরাসরি জানালেন অস্ট্রেলিয়ার তারকা।
প্রসঙ্গত গত শতাব্দীতে বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। শেষবার তারা জিতেছিল ২০১৪-১৫ সালে। এরপর ২০১৬-১৭, ২০১৮-১৯ বিরাট কোহলি, ২০২১ অজিঙ্ক রাহানে এবং ২০২৩ রোহিত শর্মার ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। হারের এই খরা কাটিয়ে ওঠার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন বিরাট কোহলীকে যত তাড়াতাড়ি সম্ভব প্যাভেলিয়ানে ফেরানো। আর সেই গুরুদায়িত্ব নিজের উপর তুলে নিয়েছেন লিয়ন যিনি ২০১৪-১৫ সালে ভারতকে হারানো অস্ট্রেলিয়া স্কোয়াডের সদস্য ছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে ভালইবাসেন বিরাট কোহলি। ২৫ টি টেস্ট ম্যাচে গড় ৪৭.৪৮ নিয়ে তার মোট রান ২০৪২, যার মধ্যে মোট আটটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরিও রয়েছে। তবে সম্প্রতি নিজের চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না বিরাট কোহলিকে। আর সেই সুযোগকে কাজে লাগানোর প্রসঙ্গে অস্ট্রেলিয়া তারকা নাথান লিয়ন বলেন, “একবার শুধু ওর রেকর্ডের দিকে তাকানো যাক। খারাপ সময় গেলেও চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নই থাকে। ওর জন্য আমার মনে গভীর শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। আমি চাই ওর উইকেট তুলে নিতে এবং সেটা লুকোনোর কিছু নেই, কিন্তু বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। কোহলি আর স্মিথি (স্টিভ স্মিথ) এই গোটা দশকের সেরা দুই ব্যাটার। আর তাই ওর বিরুদ্ধে মাঠে নামতে পারা আমার কাছে খুবই গর্বের বিষয়।” নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের আত্মবিশ্বাসে কিছুটা দাগ পড়লেও, এখনো যে কোনো দলকে ভারত হারানোর ক্ষমতা রাখে এমনটাই বিশ্বাস করেন লিয়ন। “ভারত সবসময়ই মারাত্মক। ওদের দলে প্রায় সবাই সুপারস্টার। একদিকে যেমন দলে রয়েছে অভিজ্ঞতা অন্যদিকে সেরকমই রয়েছে তারুণ্য। যদিও নিউজিল্যান্ড ম্যাচ দেখে আমি বেশ উত্তেজনা অনুভব করেছি তবুও আশা করব ভারত নিজের সেরাটাই দেবে। গত কয়েক বছর ধরে যে চেনা ভারতের মুখোমুখি হয়েছি আমরা সেই ভারতকেই দেখার প্রত্যাশায় রয়েছি” বলেন লিয়ন। আগামী ২২শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি