আন্তর্জাতিক ক্রিকেট
প্রকাশিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – জোরকদমে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। রোহিত-বিরাটরা যখন আমেরিকায় বিশ্বকাপের লড়াইয়ের মগ্ন, তারই মধ্যে প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দিনক্ষণ। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পূর্ণ সূচি এখনও প্রকাশ করেনি। তবে আপাতত যা খবর আগামী বছর ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ২০ দিন সময় নির্দিষ্ট করেছে আইসিসি। আইসিসি বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক করেই সম্ভাব্য সূচি প্রকাশ করেছে পাক ক্রিকেট বোর্ড। এখন প্রশ্ন হল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় ভারতের খেলা নিয়ে ইতিমধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। এর আগে এশিয়া কাপের সময়ও একই সমস্যা দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে গত এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এখন দেখার শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজী হয় কিনা। শোনা যাচ্ছে, ভারতীয় দলের ম্যাচগুলি অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে।