আন্তর্জাতিক ক্রিকেট

ইডেনে শেষ টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট, শ্রীলঙ্কা সিরিজ তথা আইপিএলের প্রাথমিক পর্ব থেকে ছিটকে গেলেন এই তারকা অলরাউন্ডার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পরেই খারাপ খবর এল ভারতীয় টিম ম্যানেজমেন্ট শিবিরে। চোটের কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন দলের তারকা অলরাউন্ডার দীপক চাহার। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বল করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে দীপকের। সঙ্গে সঙ্গে তিনি উঠে যান এবং যার ফলে আসন্ন সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন দীপক।

প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ ছন্দে ছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। রবিবারেও মাত্র ১.৫ ওভার বল করে দুটি উইকেট তুলে নিয়েছিলেন চাহার। দ্বিতীয় ওভারের শেষ বলে করার জন্য নিজের রান আপে ফিরত যাওয়ার সময় অস্বস্তি প্রকাশ করেন তিনি। সেই কারণে ওভার শেষ না করেই উঠে যান চাহার এবং শেষ বলটি করেন ভেঙ্কটেশ আইয়ার।

তবে শুধুমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না এমন নয়, আসন্ন আইপিএলের শুরুর দিকেও ভালোমত অনিশ্চিত চাহার, যা যথেষ্ট চিন্তায় ফেলবে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টকে। এর কারণ গ্রেড ওয়ান হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে ফিরতে একজন ক্রিকেটারের অন্তত ছয় সপ্তাহ সময় লাগে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর দলের সঙ্গে লখনৌয়ে যাচ্ছেন না তিনি। তার বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এবং এবারে তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হবে। সেখানেই তার চোটের সমস্ত রকম চিকিৎসা চলবে এবং পরে তার রিহ্যাব হবে। আসন্ন আইপিএল খেলার জন্য কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংস তাদের এই অলরাউন্ডারকে নিলামে কিনতে ১৪ কোটি টাকা খরচ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version