আইপিএল

এবার থেকে কি তবে অশ্বিনের করা মানকাডিং বৈধ!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মানকাডিং করে জস বাটলারকে আউট করার পরে বিপুল সমালোচনার মুখে পড়েন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। সেই ঘটনার পরেও অনেকেই বলেছিলেন যে অশ্বিন ক্রিকেটের নিয়ম ভেঙেছেন। তবে পরিস্থিতি এবারে যা তৈরি হয়েছে তাতে যদি এবারে কাউকে মানকাডিং করে আউট করা হয় তবে সে ক্ষেত্রে আর নতুন করে কোনওরকম বিতর্ক তৈরি হবে না। এর প্রধান কারণ ক্রিকেটের বেশ কিছু নিয়ম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। যার মধ্যে অন্যতম হল মানকাডিং করে আউট করা।

এর আগে পর্যন্ত ক্রিকেটের নিয়ম ৪১ নম্বর ধারায় ছিল মানকাডিং, যাকে এবারে পরিবর্তন করে ৩৮ নম্বর ধারায় নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এটি যদি হয় তবে এরপর থেকে মানকাডিং করে আউট করাকে রান আউট হিসেবে গণ্য করা হবে। এমসিসির তরফ থেকে বলা হয়েছে, এর আগে এমন আউট করা হলে সবাই বোলারের দিকে আঙ্গুল তুলত, তবে তারা মনে করে এটাও আউট করার একটা পদ্ধতি। নাহলে ব্যাটসম্যানরা অতিরিক্ত সুবিধা পেয়ে যাচ্ছেন। এখন দেখার আইসিসি এই ব্যাপারে কী সিদ্ধান্তে উপনীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version