আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেলেন ক্যামেরুন গ্রিন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বড় ধাক্কা অজি শবিরে! চোটের কারণে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। শোনা যাচ্ছে, চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে না খেললেও খেলেছিলেন তৃতীয় ম্যাচে। সেই ম্যাচের পরে আবার পিঠে যন্ত্রণা শুরু হয় তাঁর। এবারে যা খবর তাতে পিঠে ব্যথার জন্য অন্তত ছ’মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে গ্রিনকে ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলতে হবে প্যাট কামিন্সদের।

নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে নেওয়ার জন্য দুই দলের কাছেই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অন্যতম ভরসা ক্যামেরুন গ্রিন। ব্যাটিং অর্ডারের উপরের দিকে খেলার পাশাপাশি নতুন বল হাতেও সমান ভূমিকা নেন তিনি। ফলে বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে তাঁর ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, তাঁর সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে সোমবার জানানো হয়েছে, “সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে পিঠে চোট লাগে ক্যামেরুন গ্রিনের। তবে এখন তার চোটের জায়গার পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রিনের স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। এই ধরনের চোট জোরে বোলারদের ক্ষেত্রে স্বাভাবিক। তবে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ফলে ছয় মাসের মত মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে।” ফলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার কোনো সম্ভাবনাই নেই এই তারকা অজি অলরাউন্ডারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version