ক্রিকেট
বুমরাহ ব্রহ্মাস্ত্রে পাক বিজয়
সৌরভ রায়; নিউইয়র্ক, ৯ জুন – ব্যাটিং বিপর্যয়ের পরেও, জসপ্রীত বুমরাহ ব্রহ্মাস্ত্রে ভর করে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ১৯ ওভারেই ১১৯ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মা ব্রিগেড। তবে নিউইয়র্কের বোলিং ফ্রেন্ডলি উইকেটে অনবদ্য বল করলেন ভারতীয় বোলাররা। বুমরাহ একাই তিন উইকেট নেন। পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেটে ১১৩ রানেই থেমে যায়।
প্রসঙ্গত প্রথমে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। চির প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় তারা। মাত্র তিনজন ব্যাটার ছাড়া কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচ দেরিতে শুরু হয়। তারপরে ভারত ব্যাট করার সময় প্রথম ওভার শেষ হতেই ফের একবার বৃষ্টি নামে। যদিও কিছুক্ষণের বিরতির পরে আবার খেলা শুরু হয়। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ভুল শট খেলে ৪ রানে ফিরে যান বিরাট কোহলি। রোহিতও বেশিক্ষণ টেকেননি। তিনিও ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে চার নম্বরে অক্ষর পটেলকে পাঠায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। নাসিম শাহের বলে ২০ রানে বোল্ড হন অক্ষর। দশ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে ফেলে ভারত। তবে তারপরেই ধীরে ধীরে ম্যাচে ফিরে পাকিস্তান।
একসময় ৩ উইকেটে ৮৯ রান থাকলেও, হঠাৎই মিডিল অর্ডার ভেঙে পড়ায় ৯৬ রানে পৌঁছতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরপর আউট হয়ে যান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্য কুমার যাদব, শিবম দুবে (৩), রবীন্দ্র জাদেজা (০) এবং হার্দিক পান্ডিয়া (৭)। ৩১ বলে ৪২ রান করে আউট হন পন্থ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই হয় পাকিস্তানের। তবে তৃতীয় ওভারে বল করতে এসে বিপক্ষকে প্রথম ধাক্কাটি দেন বুমরাহ। ১৩ রানে পাক অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে দেন তিনি। একসময় ১ উইকেট হারিয়ে ৫১ রানে পৌঁছে যায় পাকিস্তান। তবে তারপরেই ব্যক্তিগত ১৩ রানে উসমানকে ফিরিয়ে দেন অক্ষর। কিছুক্ষণের মধ্যেই ফকর জামানকে (১৩) ফিরিয়ে দেন হার্দিক। আরও চাপ বাড়ে পাকিস্তানের উপরে। নিজের দ্বিতীয় স্পেলে রিজওয়ানকে (৩১) ফিরিয়ে পাকিস্তানকে সবথেকে বড় ধাক্কা দেন বুমরাহ। কিছুক্ষণের মধ্যেই ফিরে যান শাদাব খান (৪) এবং ইফতিকার আহমেদ (৫)। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।
তবে রোহিতরা জিতলেও বিশ্বকাপের মঞ্চে এত খারাপ ব্যাটিং কবে করেছে ভারত আজকের ম্যাচের পরে সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পাশাপাশি প্রশ্ন উঠবে শুভমন গিল, রিঙ্কু সিংদের ১৫ জনের দলে না রেখে আদৌ ঠিক করেছে তো ম্যানেজমেন্ট?