ক্রিকেট

ICC T20 WC 2024: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় ভারতের

Published

on

সৌরভ রায়, নিউইয়র্ক, ১ জুন – রাত পোহালেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে মাঠে নেমেছিল ভারতীয় দল। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চেনা ছন্দেই পাওয়া গেল রোহিত শর্মা ব্রিগেডকে। বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। জবাবে মাত্র ১২২ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিশেষ নজর ছিল শিবম দুবে, সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজাদের উপরে। সূর্যকুমার (৩১) ব্যাট হাতে রান পেলেও, ভরসা দিতে পারলেন না শিবম দুবে (১৪)। আইপিএলের খারাপ ফর্ম বজায় রইল রবীন্দ্র জাদেজার। তবে আবারও দুর্দান্ত পারফর্ম করলেন ঋষভ পন্থ। চোট সারিয়ে ফিরে আইপিএলে নজর কেড়েছিলেন তিনি। আইপিএলে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন আবার শুরু করলেন ঋষভ। ৩২ বলে ৫৩ রান করেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচে ভারতের সবথেকে বড় পাওনা হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন। গোটা আইপিএলে ফর্মের ধারেকাছেও ছিলেন না তিনি। এদিন শেষ বেলায় ২৩ বলে ৪০ রান যোগ করেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এই ইনিংস অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে তাঁকে।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আমেরিকার মাটিতে বল হাতে জ্বলে উঠলেন অর্শদ্বীপ। প্রথম ওভারেই সৌম্য সরকারকে (০) ফিরিয়ে দেন তিনি। এরপর তাঁর শিকার হন লিটন দাস (৬)। জোড়া ধাক্কা সামলাতে না পেরে খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক নাজমূল শান্ত। এক ওভারের ব্যবধানে আউট হয়ে ফিরে যান তৌহিদ (১৩) এবং তানজিদ (১৭)। মহম্মদুল্লাহকে সঙ্গে নিয়ে অভিজ্ঞ শাকিব আল হাসান ম্যাচের হাল ধরলেও, দলকে জয় এনে দিতে পারেননি তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version