আন্তর্জাতিক ক্রিকেট

আইসিসি ক্রমতালিকায় বড় পরিবর্তন, নতুন স্থানে বুমরাহ-কোহলি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একপেশে জয় এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিক টেস্ট ম্যাচের বড় প্রভাব পড়েছে আইসিসি পুরুষবিভাগের টেস্ট ক্রমতালিকায়। বুধবার নতুন প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী একাধিক বড় পরিবর্তন প্রকাশ্যে এসেছে।

বোলিংয়ে সতীর্থ রবীন্দ্র জাদেজাকে টপকে চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন জশপ্রীত বুমরাহ (৭৮৭)। অন্যদিকে ৬/১৫ এবং ১/৩১ এর অনবদ্য পারফরম্যান্স মহম্মদ সিরাজকে সাহায্য করেছে ক্রমতালিকায় তেরো জনকে ছাপিয়ে যেতে। সিরাজ (৬৬১) উঠে এসেছেন ১৭ নম্বরে, যা এখনো পর্যন্ত তার ক্রিকেট জীবনে সবথেকে সেরা। ৯ জনকে ছাপিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। আবার কাগিসো রাবাদাকে টপকে দ্বিতীয় স্থানের দাবিদার হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (৮৫৮) অন্যদিকে তারই সতীর্থ যশ হেজেলউড (৭৬১) ১১ নম্বর স্থান থেকে উঠে এসেছেন সাত নম্বরে। তার সাথে যুগ্মভাবে সপ্তম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

অন্যদিকে ব্যাটিংয়ের ক্রমতালিকায় চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুসানে (৮০২), এবং তৃতীয় স্থান পাকাপাকিভাবে ধরে রেখেছেন স্টিভ স্মিথ (৮১৮)। দশজনকে ছাপিয়ে ১৭ নম্বর স্থানে উঠে এসেছেন পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রেজওয়ান। নিউল্যান্ডসে অনবদ্য সেঞ্চুরির পরে প্রথম কুড়ি জনের তালিকায় জায়গা পেয়েছেন এইডেন মারক্রাম (৬৬৭)। ভারতের বিরাট কোহলি (৭৭৫) এবং রোহিত শর্মা (৭৪৮) জায়গা পেয়েছেন যথাক্রমে ছয় এবং দশ নম্বরে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে সিরিজ বড় প্রভাব ফেলেছে আইসিসি ক্রমতালিকায়। শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা (৬৩৪) অর্জন করেছেন তাঁর ক্রিকেট জীবনের সেরা স্থান। মোট চারটি উইকেট নিয়ে তিনি উঠে এসেছেন ১১ নম্বরে। অন্যদিকে ব্যাটিং ক্রমতালিকায় প্রথম কুড়িজনের মধ্যে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আশালঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version