আইপিএল
ফের বড় ধাক্কা নাইট শিবিরে, অনিশ্চিত ফাস্ট বোলার
রে স্পোর্টস নিউজ ডেস্ক: আইপিএল শুরু হওয়ার আগেই একের পর এক ধাক্কা নাইট শিবিরে। প্রথমে কোমরের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান শ্রেয়স আইয়ার। কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়কও ছিলেন তিনি। আবার আয়ারল্যান্ড সিরিজের কারণে বাংলাদেশের শাকিব আল হাসান এবং লিটন দাসকেও দলে পাবে না নাইটরা। তবে এখানেই শেষ নয়। এখন লকি ফার্গুসনের দলে থাকাও অনিশ্চিত হয়ে পড়েছে এমনটাই শোনা যাচ্ছে। চোটের কারণে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ওডিআই থেকেও ছিটকে গেছেন তিনি।
নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা প্রথম ওডিআই এর পরে ফার্গুসন, ফিন অ্যালেন এবং গ্লেন ফিলিপস এর ভারতে আসার কথা ছিল। আগামী ২৬ শে মার্চ কলকাতায় এসে পৌঁছানোর কথা ছিল এই ফাস্ট বোলারের। কিন্তু এখন হ্যামস্ট্রিংয়ের চোটের কারনে প্রথম ওডিআই খেলতে পারবেন না তিনি এমনটা জানা গেছে। আদৌ কখন কেকেআরে যোগ দেবেন ফার্গুসন সেই ব্যাপারে নিশ্চিত কিছু বলা হয়নি। নিউজিল্যান্ডের বোলিং কোচ শ্যেন জুর্গেনসেন জানিয়েছেন বৃহস্পতিবার ট্রেনিং চলাকালীন অস্বস্তি অনুভব করছিলেন ফার্গুসন। গত দু সপ্তাহ ধরে এই চোটে ভুগছিলেন তিনি। একান্তই তাকে দলে পাওয়া না গেলে সেক্ষেত্রে নাইট শিবিরের প্রথম একাদশে তার পরিবর্ত হিসেবে আসতে পারেন উমেশ যাদব।