ক্রিকেট

কোহলির শততম টেস্ট বেঙ্গালুরুতে গোলাপি বলে করানোর ভাবনা বিসিসিআইয়ের: রিপোর্ট

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: পঞ্জাবের মোহালিতে নয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইচ্ছে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের দিন-রাতের টেস্ট আয়োজন করার। এর পাশাপাশি করোনার বাড়বাড়ন্তের কারণে বিসিসিআই চায় শ্রীলঙ্কা তাদের পুরো টেস্ট সিরিজটাই যেন ব্যাঙ্গালুরুতে খেলে। যদিও এই ব্যাপারে কোন রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর পাশাপাশি, বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলা হবে কিনা সেটাও এখনো ঠিক হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি খেললে সেটি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচ হবে এবং সেটি উদযাপন করার জন্য যাবতীয় ভাবনা ইতিমধ্যেই ভেবে রেখেছে বোর্ড।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অতিরিক্ত ভ্রমনসূচী কিছুটা কমানোর জন্য বিসিসিআই বেশিরভাগ ম্যাচ ধর্মশালা এবং মোহালিতে করার কথা ভাবছে। প্রাথমিক যে সূচি ছিল তা অনুযায়ী মোহালি, ধর্মশালা এবং লখনৌতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল।‌‌‌‌‌‌‌‌ এর পাশাপাশি বেঙ্গালুরু এবং মোহালিতে দুটি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল।

বিসিসিআই সূত্রে এ কথা সামনে এসেছে যে, আপাতত প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ধর্মশালায় হওয়ার সম্ভাবনা বেশি। মোহালিতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাহলে লখনৌ একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন থেকে বঞ্চিত হবে। অন্যদিকে শিশিরের কারণে মোহালিতে গোলাপি বলের টেস্ট ম্যাচ হওয়া খুবই সমস্যার। যদিও বিসিসিআই বর্তমানে দেশের কোভিড পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর রেখেছে। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে সূচি যদি বদলানো হয়, তবে তা শীঘ্রই সকলকে জানানো হবে।”

যদি ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট বেঙ্গালুরুতে হয় তবে সেটি কোহলির ১০০তম টেস্ট হওয়ার জন্য একেবারে উপযুক্ত মঞ্চ হবে। এর প্রধান কারণ প্রাক্তন ভারত অধিনায়ক এই শহরের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দীর্ঘদিন আইপিএল খেলে আসছেন এবং এই শহরের তার প্রচুর সমর্থক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version