Connect with us

ক্রিকেট

বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগঃ শিলিগুড়ি স্ট্রাইকার্স এর নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত,বলছেন অধিনায়িকা প্রিয়াঙ্কা বালা

Published

on

কলকাতা(পশ্চিম বাংলা)(ভারত),৬জুনঃ দরজায় কড়া নাড়ছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। ১১জুন থেকে ছেলেদের প্রতিযোগিতা শুরু হবে। একদিন পরে ১২জুন মেয়েদের প্রতিযোগিতা শুরু হবে। নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্স এর মেয়েদের দলের নেতৃত্ব সামলাবেন প্রিয়ঙ্কা বালা। নেতৃত্বের দায়িত্ব পেয়ে তিনি রোমাঞ্চিত।
সূচি অনুযায়ী ১১জুন থেকে শুরু হওয়া বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ শেষ হবে ২৮জুন। ১৮ দিনের এই টুর্নামেন্ট ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চকর ক্রিকেট এবং বিনোদন উপহার দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের মেয়েদের খেলা ১২জুন সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে শুরু হবে।

প্রতিযোগিতা শুরুর আগে শিলিগুড়ি স্ট্রাইকার্স এর অধিনায়িকা প্রিয়ঙ্কা বালা বলেছেন,“আমি শিলিগুড়ি স্ট্রাইকার্স এর নেতৃত্বের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত। বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের মত বড় মঞ্চ আমার কাছে বিরাট সুযোগ। আমি আগেও নেতৃত্বের দায়িত্ব সামলেছি কিন্তু এটা আমার কাছে বিরাট সুযোগ। ”

১২জুন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে মেয়েদের প্রতিযোগিতা শুরু। প্রথম দিনই শিলিগুড়ি স্ট্রাইকার্স নামছে। প্রতিপক্ষ হারবার ডায়মণ্ড। প্রস্তুতি দারুনভাবে চলছে। পুরো দল প্রস্তুতি ম্যাচের মধ্যে দিয়ে নিজেদের স্কিল এবং কৌশল ঝালিয়ে নিতে ব্যস্ত।
“আমাদের প্রস্তুতি দারুনভাবে চলছে এবং সেই প্রস্তুতি ঠিক হচ্ছে কি না বুঝে নিতে প্র্যাকটিস ম্যাচ খেলছি। সবকিছুই আমাদের পক্ষে ঠিক পথে চলছে,” বলেছেন প্রিয়ঙ্কা।

মুম্বই ইণ্ডিয়ান্সের হয়ে চলতি বছরে ওম্যান্স প্রিমিয়ার লিগে খেলে এসেছেন প্রিয়ঙ্কা বালা। সেখানকার অভিজ্ঞতা এবং আর্ন্তজাতিক ক্রিকেটারদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে সমৃদ্ধ হয়েছেন প্রিয়ঙ্কা। মোটের ওপর তিনি বিশ্বাস করেন বেঙ্গল প্রো টোয়েন্টি লিগ নতুন প্রতিভার উত্তরণের অসাধারণ সুযোগ করে দিয়েছে।

“ডব্লু পি এল আমার খেলার উন্নতির সুযোগ করে দিয়েছিল। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই সাজঘরে থাকার সুযোগ পেয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। কিভাবে তারা প্র্যাকটিস করে,কিভাবে তারা খেলে,আমি অনেক কিছু ওদের থেকে শিখেছি,” জানিয়েছেন ২৮বছর বয়সী ক্রিকেটার। প্রায় একই সঙ্গে যোগ করেছেন,“আমরা যারা বাংলায় ঘরোয়া ক্রিকেটে খেলি তাদের কাছে বেঙ্গল টি টোয়েন্টি লিগ বিরাট মঞ্চ। কিন্তু নতুন ক্রিকেটারদের কাছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ নিজেদের মেলে ধরার বড় সুযোগ। ”
শিলিগুড়ি স্ট্রাইকার্স প্রস্তুতিতে কোন খামতি রাখতে রাজি নয়। দল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচের আগে কঠোর প্রস্তুতিতে ডুবে রয়েছে।

আরিভা স্পোর্টসের ব্যবস্থাপনায় দ্য বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ আইপিএল এর ধাঁচে শুরু হতে চলেছে। পুরুষ এবং মহিলাদের আটটি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে। ১১জুন থেকে শুরু হওয়া ১৮দিনের এই টুর্নামেন্টটি ২৮জুন পর্যন্ত চলবে। এই টুর্নামেন্ট ক্রিকেটপ্রেমীদের প্রচুর উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে।

ঘোষিত দলঃ
শিলিগুড়ি স্ট্রাইকার্স(মহিলা)ঃ প্রিয়ঙ্কা বালা(মার্কি ক্রিকেটার),বৃষ্টি মাঝি,প্রীতি মণ্ডল,জানভি রাজ পাশোয়ান,দীপিতা ঘোষ,পম্পা সরকার,সমায়িতা অধিকারী,মল্লিকা রায়, প্রিয়া পাণ্ডে,অভিশ্রুতি ধর,সোহিনী যাদব,অঞ্জলি বর্মন,চন্দ্রিমা ঘোষাল,মুসকান সিনহা,স্নিগ্ধা বাগ,শ্রীতমা মালি।

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

ক্রিকেট

বাংলাদেশ সিরিজের প্রস্তুতিতে মগ্ন পন্থ…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিযান শুরু করতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

সদ্য পাকিস্তানকে ৬ উইকেটে ম্যাচ হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই ইনফর্ম বাংলাদেশকে হারানোটা সহজ হবে না তা ভালোমতই জানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ইতিমধ্যেই আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। বৃহস্পতিবার শুরু হয়েছে দলীপ ট্রফি। সেখানেই ভারতীয় বি দলের অধিনায়কত্ব করছেন পন্থ। সেখানে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। কারণ, ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি ভাল হয়।” গাড়ি দুর্ঘটনার পর আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক হলেও লাল বলের ক্রিকেটে দু’বছর পরে খেলতে নামবেন পন্থ। এবারে তার লক্ষ্য হবে ভারতীয় টেস্ট দলেও নিজের জায়গা পাকা করা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

লজ্জার রেকর্ড! ১০ রানে গুটিয়ে গেল মঙ্গোলিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়া এ’র ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র ১০ রানে অলআউট হল মঙ্গোলিয়া দল। সেইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যৌথ সর্বনিম্ন রানের রেকর্ড তৈরি করল তারা। এতদিন এই রেকর্ড ছিল আইল অফ ম্যান দলের। স্পেনের বিরুদ্ধে তারাও অলআউট হয়েছিল ১০ রানেই।

১১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৫ বলে খেলেই ৯ উইকেটে ম্যাচটি জিতে নেয় সিঙ্গাপুর । এই ম্যাচে সবথেকে বেশি নজর কেড়েছেন সিঙ্গাপুরের ১৭ বছর বয়সি তরুণ লেগ স্পিনার হর্ষ ভরদ্বয়াজ। মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেটে নিয়ে মঙ্গোলিয়া দলের ব্যাটিং মেরুদন্ড একেবারে ভেঙে দিয়েছেন এই তরুণ প্রতিভা। এমনকি মঙ্গোলিয়া দল পাওয়ার-প্লে তে তাদের যেই ৬ উইকেট হারায়, সেই ৬ উইকেটের মধ্যে ৫টি উইকেটই নিয়েছেন হর্ষ।

সিঙ্গাপুরের হয়ে ব্যাটিং করতে এসে রাউল শর্মা প্রথম বলে একটি ছয় মারেন এবং আরেক ব্যাটার উইলিয়াম সিম্পসন জয়সূচক চার মেরে সিঙ্গাপুরকে প্রথম ওভার এই জয় এনে দেয়।

Continue Reading

Trending