ক্রিকেট

বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগঃশিলিগুড়ি স্ট্রাইকারস বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের ক্রিকেটীয় ড্রাফটিং থেকে তাদের পুরুষ এবং মহিলা দল বেছে নিল।

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের ক্রিকেটিং ড্রাফট থেকে তাদের দল বেছে নিল। যথেষ্ট শক্তিশালী দল গড়ার চেষ্টা করা হয়েছে। এগারো জুন থেকে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ শুরু হবে। তার আগে রবিবার কলকাতায় অনুষ্ঠিত হয় ক্রিকেটিং ড্রাফট।
সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস ড্রাফটিং থেকে বিভিন্ন বিভাগ থেকে সেরা ক্রিকেটারদের তুলে নিয়ে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের প্রথম বছরেই প্রতিপক্ষের উদ্দেশ্যে শক্তিশালী বার্তা ছুঁড়ে দিল। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রনে তৈরি হয়েছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস এর দল। সেখানে ১৮বছর বয়সী যুধাজিৎ গুহর মত তরুন প্রতিভা রয়েছে তেমনই ৪০বছর বয়সী রাজকুমার পালের মত অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছেন।

ক্রিকেটিং ড্রাফটে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মার্কি ক্রিকেটার,কোচেরা ছিলেন।
১৬জন মহিলা ক্রিকেটার নিয়ে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস মেয়েদের বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের জন্য শক্তিশালী দল গঠন করেছে।

দল ঘোষনার পাশাপাশি বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের জন্য সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস তাদের কোচ নির্বাচন করে ফেলল। সৌরাশিষ লাহিড়ী কে ছেলেদের দলের হেড কোচ নির্বাচন করা হয়েছে। সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জীব কুমার গোয়েলকে। মেয়েদের দলের হেড কোচ হয়েছেন অর্পিতা ঘোষ। সহকারী কোচ হয়েছেন পামেলা ধর।

দলগঠন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস এর কর্নধার ঋষভ ভাটিয়া বলেছেন,“আমরা ক্রিকেটিং ড্রাফটিং থেকে দল বেছে নিতে পেরে রোমাঞ্চিত। আমাদের পুরুষ এবং মহিলা দল তারুণ্য ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়া হয়েছে। আমরা বিশ্বাস করি তারুন্য এবং অভিজ্ঞতার মিশ্রনে তৈরি পুরুষ এবং মহিলা দল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের প্রথম বছরেই যথেষ্ট প্রভাব রাখতে সমর্থ হবে। আমাদের লক্ষ্য শিলিগুড়ি এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে আমাদের দলের সমর্থকদের সেরা গুনমানের ক্রিকেট উপহার দেওয়া। এবং আমরা আত্মবিশ্বাসী ও নিশ্চিত শিলিগুড়ি স্ট্রাইকার্স রোমাঞ্চকর ও প্রতিযোগিতা পূর্ন ক্রিকেট মেলে ধরবে। ”

গত সপ্তাহে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস তাদের পুরুষ এবং মহিলা দলের মার্কি ক্রিকেটার হিসেবে আকাশদীপ ও প্রিয়ঙ্কা বালার নাম ঘোষণা করেছে। ২৭বছর বয়সী আকাশদীপ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ছাড়াও চলতি বছর ২০২৪ এর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছে। প্রিয়ঙ্কা বালা চলতি বছরের ডব্লু পি এল-এ মুম্বই ইণ্ডিয়ান্স-এর হয়ে প্রতিনিধিত্ব করেছে।

সার্ভোটেক পাওয়ার সিস্টেমস লিমিটেড এর দল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস দার্জিলিং, জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ার এবং কালিম্পং এর প্রতিনিধিত্ব করবে।
আরিভা স্পোর্টসের ব্যবস্থাপনায় দ্য বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ আইপিএল এর ধাঁচে শুরু হতে চলেছে। পুরুষ এবং মহিলাদের আটটি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে। ১১জুন থেকে শুরু হওয়া ১৮দিনের এই টুর্নামেন্টটি ২৮জুন পর্যন্ত চলবে। এই টুর্নামেন্ট ক্রিকেটপ্রেমীদের প্রচুর উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে।

ঘোষিত দলঃ

শিলিগুড়ি স্ট্রাইকার্স(পুরুষ)ঃ আকাশদীপ(মার্কি ক্রিকেটার),ঋত্বিক রায় চৌধুরী,সূরজ সিন্ধু জয়সওয়াল,বিকাশ সিং,অভিষেক কুমার রামন,রাজকুমার পাল,অঙ্কুর পাল,শান্তুনু,যুবরাজ দীপক কেশওয়ানি,তুহিন ব্যানার্জী,মহাদেব দত্ত,রাহুল গুপ্ত,রোহিত কুমার,আদিত্য সিং,ঋষভ বিবেক,বিশাল ভাটি,যুধাজিৎ গুহ।

শিলিগুড়ি স্ট্রাইকার্স(মহিলা)ঃ প্রিয়ঙ্কা বালা(মার্কি ক্রিকেটার),বৃষ্টি মাঝি,প্রীতি মণ্ডল,জানভি রাজ পাশোয়ান,দীপিতা ঘোষ,পম্পা সরকার,সমায়িতা অধিকারী,মল্লিকা রায়, প্রিয়া পাণ্ডে,অভিশ্রুতি ধর,সোহিনী যাদব,অঞ্জলি বর্মন,চন্দ্রিমা ঘোষাল,মুসকান সিনহা,স্নিগ্ধা বাগ,শ্রীতমা মালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version