ক্রিকেট

কেরল ম্যাচকেই পাখির চোখ করেছেন অনুষ্টুপ মজুমদাররা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃষ্টির কারণে চার দিনের খেলায়, একটা দিনও বল গড়াল না। যে ম‌্যাচটা থেকে সাত পয়েন্ট আসার কথা ভাবা হচ্ছিল, সেখান থেকে মাত্র এক পয়েন্ট পেল বাংলা। অতএব বিহার ম্যাচে পয়েন্ট নষ্ট হওয়ার ফলে, কেরল ম্যাচে অলআউট ঝাঁপানো ছাড়া আর কোনও উপায় নেই বাংলার ক্রিকেটারদের কাছে।

কল‌্যাণীতে দুদিন বৃষ্টি হয়েছিল। তবে বৃষ্টি হলেও, পড়ে যথেষ্ট রোদও ছিল। কিন্তু তার পরেও ম্যাচ শুরু করা যায়নি। এর আগেও গতবছর খারাপ আলোর জন‌্য ইডেনের মাঠে ছত্তিশগড় ম‌্যাচে ভুগতে হয়েছে বাংলাকে। গ্রুপ পর্বে বাংলার কাছে এই বিহার ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টির জন্য খেলা বাতিল করা হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সিএবি। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে, লিগ টেবিলের প্রথম স্থানে থাকার ভাল সুযোগ ছিল বাংলার কাছে।

তবে কেরলের বিরুদ্ধে পরের ম‌্যাচও বাংলা খেলবে সেই কল‌্যাণীতেই। যদিও মাঝে শোনা যাচ্ছিল, কল্যানী থেকে ম‌্যাচ সরিয়ে নিয়ে আসা হতে পারে সল্টলেকের যাদবপুর ক‌্যাম্পাসের মাঠে। তবে বাংলা দল চাইছে কল‌্যাণীতেই ম্যাচ খেলতে। কারণ এখানে পিচ তৈরি রয়েছে। নতুন মাঠে এত দ্রুত পিচ তৈরি সম্ভব নয় বলেই মনে করছেন তাঁরা। তাছাড়া যাদবপুরের মাঠে রঞ্জির খুব বেশি ম্যাচ খেলেনি বাংলা দল।

অপরদিকে, ভারত “এ” দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন অভিমন‌্যু ঈশ্বরণ, মুকেশ কুমার আর অভিষেক পোড়েল। ফলে কেরল ম্যাচে পাওয়া যাবেনা এই তিনজনকেই। অস্ট্রেলিয়া সফরে হয়ত জাতীয় দলে ফিরতে চলেছেন তারকা পেসার মহম্মদ শামি। তবে এই সফরের আগে রঞ্জি খেলতে চান তিনি। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলা টিম ম‌্যানেজমেন্ট। অপরদিকে কেরল ম্যাচে দলে ফিরতে চলেছেন ঈশান পোড়েল। এবারে দেখার কেরলের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে আনতে সক্ষম হয় কিনা বাংলা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version