ক্রিকেট

RANJI TROPHY 24/25: জয়ের অনেক কাছে গিয়েও ড্র বাংলার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রনজি ট্রফির চতুর্থ দিনের প্রথম দুটি সেশনের পর জয়ের দিকে এগোচ্ছিল বাংলা। কিন্তু শেষ বেলায় নায়ক হয়ে উঠলেন উত্তরপ্রদেশের প্রিয়ম গর্গ। তার করা শতরানের কাছে জেতা ম্যাচ ড্র বাংলার। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার দরুন ৩ পয়েন্ট ঘরে আনলেন অনুষ্টুপ, মুকেশরা।

প্রথম থেকেই উত্থানপতনে ভরা ছিল রনজিতে বাংলা বনাম উত্তরপ্রদেশের ম্যাচ। দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় থাকলেও তৃতীয় দিনে মুকেশ-শাহবাজদের বোলিংয়ে দ্রুত থেমে যায় উত্তরপ্রদেশের ইনিংস। ১৯ রানের লিড নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে বাজিমাত করে বাংলা। সেঞ্চুরি হাঁকালেন অভিমন্যু ঈশ্বরণ। দলীপ ট্রফি ও ইরানি কাপ মিলিয়ে টানা চারটি ম্যাচে শতরান করলেন তিনি। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি করেন ৯৩ রান। ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ডিক্লেয়ার দেয় বাংলা।

অপরদিকে জয়ের জন্য উত্তরপ্রদেশের কাছে লক্ষ্য ছিল ২৭৪ রানের। তার পরই, উত্তরপ্রদেশের ব্যাটিংয়ে আঘাত হানেন মুকেশ এবং কাইফ। ৭৯ রানের মধ্যে ৪ উইকেট নিয়ে জয় প্রায় হাতের মুঠোয় ছিল বাংলার। কিন্তু যত সময় গড়াল, তত অপ্রতিরোধ্য হয়ে উঠলেন প্রিয়ম। উত্তরপ্রদেশের বাকি ব্যাটারদের রানের খরার মাঝে একক দক্ষতায় বাংলার থেকে জয়ের ৫ পয়েন্ট ছিনিয়ে নিলেন প্রিয়ম। ম্যাচের শেষে ৬ উইকেট হারিয়ে উত্তরপ্রদেশের ১৬২ রানের মধ্যে একা প্রিয়মেরই রান ছিল ১০৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version