আন্তর্জাতিক ক্রিকেট

ক্যাপ্টেন্সি বিতর্কে জো রুট নিয়ে এবার মুখ খুললেন দলের সহ-অধিনায়ক বেন স্টোকস…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবেই খুশি থাকতে চান দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। আপাতত অধিনায়ক হওয়ার ইচ্ছা তার নেই। চলতি অ্যাশেজ সিরিজে পাঁচ ম্যাচের সিরিজে ০-৩ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। আর এমন সময় অনেকেই অধিনায়ক জো রুটের বিরুদ্ধে মুখ খুলছেন এবং চাইছেন বেন স্টোকসকে যেন ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়। তবে স্টোকস নিজে কিন্তু একেবারেই এখন অধিনায়কত্ব করতে রাজি নন।

প্রসঙ্গত ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করেছিলেন স্টোকস। সেসময় জো রুট পিতৃত্বকালীন ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই ম্যাচে তার অধিনায়কত্বে ইংল্যান্ড দল সহজেই জয় পায়। এবারে কঠিন সময়ে সেই রুটের পাশে দাঁড়িয়ে স্টোকস বলছেন,”ইংল্যান্ড দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন আমার কখনও ছিল না। আমি মনে করি দলের অধিনায়কত্ব করা শুধুমাত্র ফিল্ডিং সাজানোর থেকে অনেকটাই বড় ব্যাপার। ম্যাচের জন্য একটা টিম বেছে নেওয়া, কে খেলবে, কে খেলবে না, তা ঠিক করা। তারপর মাঠে নেমে টিম চালানো। ক্যাপ্টেনের জন্য তার টিমের প্লেয়াররা মাঠে খেলতে নামে। রুট তেমন ক্যাপ্টেন, যার জন্য আমি মাঠে নামি।”

এর পাশাপাশি ইংল্যান্ড অধিনায়ক জো রুটের যে আরও সময় পাওয়া উচিত সে কথা মনে করিয়ে দেন তার দলের সতীর্থ। রুটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত কি না প্রশ্ন করা হলে স্টোকস বলেন,”দেখুন জো কী সিদ্ধান্ত নেবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি কোনওরকম সিদ্ধান্ত নেওয়াতে ওকে বাধ্য করা উচিত নয়। আমার মনে হয় রুটের ব্যাপারে এইসব আলোচনা করা ঠিক নয়। আমরা জানি যে এই অ্যাশেজ সিরিজটা আমাদের খুব একটা ভাল যাচ্ছে না, তবে আমি মনে করি জো’র আরও সময় পাওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version