ক্রিকেট
দেশের মাটিতে বিশ্বকাপের আগে ভারতের জন্য প্রস্তুতির বড় মঞ্চ এশিয়া কাপ
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ চলতি বছরের অক্টোবর মাসে ভারতের মাটিতেই বিশ্বকাপের আসর বসতে চলেছে। এর আগে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ২০১১ সালে যৌথ ভাবে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল। সেই বছর বিশ্বকাপ জয়ের মুকুট জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।তাই আসন্ন বিশ্বকাপে নজর থাকবে ভারতের উপর। ঘরের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে নামার আগে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে নামবে ভারতীয় দল। বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চ হিসাবে এশিয়া কাপকে ব্যবহার করতে পারবেন রোহিত শর্মারা।
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং প্রতিবেশী দেশ নেপাল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপেও পাকিস্তানের মুখোমুখি হতে হবে ভারতকে। তাই আসন্ন এশিয়া কাপেই নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে পারবেন বিরাট কোহলিরা। এশিয়া কাপের দল নির্বাচন হয়ে গিয়েছে। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুন কিছু ক্রিকেটার। তাদের কাছেও বড় চ্যালঞ্জ বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করা।