আন্তর্জাতিক ক্রিকেট

অবশেষে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতির কারন জানালো বিসিসিআই

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ এবং শেষ টেস্ট চলছে আহমেদাবাদে। ভারত অস্ট্রেলিয়ার টানটান উত্তেজনার এই টেস্ট সিরিজের ফলাফল নির্ণয়ক ম্যাচ হতে চলেছে এটি। আর এই ম্যাচেই পাঁচ নম্বরে শ্রেয়াস আইয়ারের না নামা কিছুটা চমকে দিয়েছিল ভারতের ক্রিকেট দর্শকদের। এত গুরুত্বপূর্ণ ম্যাচেও এই ধরনের বদল দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞরাও। এবার সেইসব প্রশ্নের উত্তর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ম্যাচের তৃতীয় দিনে দেখা যায় ব্যাট হাতে রবীন্দ্র জাদেজাকে মাঠে আসতে। হিসেবমত শ্রেয়াস আইয়ারের আগে মাঠে নামার কথা। তখনো পর্যন্ত অনেকে মনে করেছিলেন হয়তো এর পরেই মাঠে আসবেন তিনি। কিন্তু সন্দেহ ক্রমশ দানা বাঁধতে শুরু করে যখন জাদেজার উইকেট হারানোর পরেও শ্রেয়াস আইয়ারের দেখা মেলেনি। তার পরিবর্তে মাঠে আসেন কে.এস ভরত। স্বাভাবিকভাবেই সকলের মনে উঠতে থাকে একাধিক প্রশ্ন। এত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন এই ধরনের ঝুঁকি নিচ্ছে টিম ম্যানেজমেন্ট সেই নিয়ে বিশেষজ্ঞরাও প্রশ্ন তোলেন। অবশেষে রবিবার সেই সমস্ত প্রশ্নের উত্তর দেয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় শ্রেয়াস আইয়ারের একটি চোটের খবর পেয়ে আপাতত বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। একটি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, “তৃতীয় দিনের খেলা চলাকালীন শ্রেয়াস আইয়ার তার কোমরে একটি চোট এবং অস্বস্তির কথা প্রকাশ করেন। তারপরেই স্ক্যান সহযোগে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। আপাতত বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।”

এখনো পর্যন্ত আইয়ারের চোটের গুরুত্ব সম্পর্কে মুখ খোলেনি বিসিসিআই। তবে সত্যিই চোট গুরুতর হলে এর পরে মাঠে আসবেন রবিচন্দন অশ্বিন এবং অক্ষর প্যাটেল, যারা গোটা সিরিজ জুড়েই দুরন্ত ব্যাটিং করে এসেছেন। এখনো পর্যন্ত ভারতের রান এগিয়ে নিয়ে চলেছেন বিরাট কোহলি এবং কে.এস ভরত। প্রসঙ্গত শ্রেয়াস আইয়ার এই নিয়ে দ্বিতীয়বার কোমরের চোটে অস্বস্তি বোধ করলেন। এর আগে গত ডিসেম্বরে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের দুটি ম্যাচ খেলার পরে তার কোমরে একটি নির্দিষ্ট অংশ ফুলে যায় এবং সেখানে ব্যথা অনুভব করতে থাকেন ভারতীয় ক্রিকেটার। সেই ব্যথা এতটাই গুরুতর হয়ে দাঁড়ায় যে ইঞ্জেকশনের সাহায্য নিতে হয়েছিল তাকে। যার ফলস্বরূপ নিউজিল্যান্ড এবং শ্রীলংকার বিরুদ্ধে দল থেকে ছিটকে গিয়েছিলেন আইয়ার। ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির তত্ত্বাবধানে থাকার পর তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয় এবং ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে দলে ফেরেন আইয়ার। কিন্তু তারপরেও আশানুরূপ ফল করতে পারেননি ম্যাচে। দিল্লিতে ৪ এবং ১২ রানের দুটি ইনিংস এরপর ইন্দোরে ০ এবং ২৬ রানের ইনিংস খেলেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। এখন দেখার আদৌ এই চোট সারিয়ে চতুর্থ টেস্টে ফিরতে পারেন কি না ভারতীয় এই ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version