আন্তর্জাতিক ক্রিকেট

ICC CHAMPIONS TROPHY 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবেনা ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের, পাকিস্তান যাওয়া নিয়ে বিতর্ক ছিলই। এবারে সেই জল্পনাই সত্যি হল। চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পড়শী দেশে যাবেনা ভারত। সেই বিষয়ে সরকারিভাবে আইসিসিকে জানিয়েও দিয়েছে বিসিসিআই। তার পাশাপাশিই চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া ১০০ দিনের একটি ইভেন্টকেও পিছিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।

পরের বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসত চলেছে পাকিস্তানে। কিন্তু সেখানে শোনা যাচ্ছিল যে হয়ত পাকিস্তানে খেলতে যেতে রাজি হবেনা ভারত। সেই কারণে হাইব্রিড মডেলেও এই প্রতিযোগিতা আয়োজনের খবর শোনা যাচ্ছিল। অপরদিকে হাইব্রিড মডেল মানতে নারাজ ছিল পাকিস্তান। এমনকি পিসিবি এমনটাও জানিয়েছিল যে যদি পাকিস্তানে চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত না আসে তাহলে ভবিষ‌্যতে ভারতেরও আইসিসির কোনও প্রতিযোগিতা খেলতে যাবেনা পাকিস্তান দল।

ইতিমধ্যে যা খবর, তাতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেনা ভারত। সেই বিষয়ে আইসিসিকে সরকারিভাবে জানিয়েও দিয়েছে বিসিসিআই। এর ফলে এখন উপায় একটাই। তা হল হাইব্রিড মডেল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করা। যদি তা হয় তাহলে তালিকায় রয়েছে দুটি দেশ। এক হল আরব আমিরশাহী এবং আরেকটি হল শ্রীলঙ্কা। কিন্তু সেখানেও রয়েছে সমস্যা। গতকাল পিসিবি চেয়াম্যান মহসিন নকভি জানিয়েছেন যে, হাইব্রিড মডেলে খেলতে সম্মত দেবেননা তাঁরা। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আগামী নভেম্বরের ১১ তারিখ থেকে ১০০ দিনের একটি অনুষ্ঠান আয়োজিত করার কথা ছিল আইসিসির তরফ থেকে। তবে ভারতের খেলতে না আসার কথা মাথায় রেখেই লাহোরে অনুষ্ঠিত হওয়া সেই অনুষ্ঠানকে আপাতত স্থগিত করেছে আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version