আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবেনা ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের, পাকিস্তান যাওয়া নিয়ে বিতর্ক ছিলই। এবারে সেই জল্পনাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পড়শী দেশে যাবেনা ভারত। সেই বিষয়ে সরকারিভাবে আইসিসিকে জানিয়েও দিয়েছে বিসিসিআই। তার পাশাপাশিই চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া ১০০ দিনের একটি ইভেন্টকেও পিছিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।
পরের বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসত চলেছে পাকিস্তানে। কিন্তু সেখানে শোনা যাচ্ছিল যে হয়ত পাকিস্তানে খেলতে যেতে রাজি হবেনা ভারত। সেই কারণে হাইব্রিড মডেলেও এই প্রতিযোগিতা আয়োজনের খবর শোনা যাচ্ছিল। অপরদিকে হাইব্রিড মডেল মানতে নারাজ ছিল পাকিস্তান। এমনকি পিসিবি এমনটাও জানিয়েছিল যে যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত না আসে তাহলে ভবিষ্যতে ভারতেরও আইসিসির কোনও প্রতিযোগিতা খেলতে যাবেনা পাকিস্তান দল।
ইতিমধ্যে যা খবর, তাতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেনা ভারত। সেই বিষয়ে আইসিসিকে সরকারিভাবে জানিয়েও দিয়েছে বিসিসিআই। এর ফলে এখন উপায় একটাই। তা হল হাইব্রিড মডেল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করা। যদি তা হয় তাহলে তালিকায় রয়েছে দুটি দেশ। এক হল আরব আমিরশাহী এবং আরেকটি হল শ্রীলঙ্কা। কিন্তু সেখানেও রয়েছে সমস্যা। গতকাল পিসিবি চেয়াম্যান মহসিন নকভি জানিয়েছেন যে, হাইব্রিড মডেলে খেলতে সম্মত দেবেননা তাঁরা। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আগামী নভেম্বরের ১১ তারিখ থেকে ১০০ দিনের একটি অনুষ্ঠান আয়োজিত করার কথা ছিল আইসিসির তরফ থেকে। তবে ভারতের খেলতে না আসার কথা মাথায় রেখেই লাহোরে অনুষ্ঠিত হওয়া সেই অনুষ্ঠানকে আপাতত স্থগিত করেছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জল্পনা অব্যাহত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই পাকিস্তান গিয়ে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে না ভারত, সেই বিষয়ে আইসিসিকে সরকারিভাবে জানিয়েও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অপরদিকে কোনও নিরপেক্ষ দেশে ভারতের ম্যাচগুলিকে আয়োজনের কথা ভাবছে আইসিসি। তবে সেখানে রয়েছে একটি সমস্যা। সেটি হল, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে আইসিসি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন যে যদি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়, তাহলে সেখানে খেলবেনা পাকিস্তান। আইসিসি বেশিরভাগ ম্যাচ পাকিস্তানে আয়োজন করার প্রতিশ্রুতি দিলেও, তাতে রাজি নয় পিসিবি।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজন করতে না পারলে, এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ভারত যদি পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না হয় অথবা যদি হাইব্রিড মডেলে পাকিস্তান খেলতে রাজি না হয়, তবে অন্য কোনও নিরপেক্ষ দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যেতে পারে আইসিসি। শোনা যাচ্ছে সেই দৌড়ে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি দেশ। যেখানে নাম রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহির। যদিও বাকি দেশগুলির কোনও আপত্তি নেই সেখানে গিয়ে খেলতে। অপরদিকে ডিসেম্বর মাসের ১ তারিখ আইসিসির চেয়ারম্যান পদের দায়িত্ব নেবেন বর্তমান জয় শাহ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে খুব হাতে বেশি সময় বাকি নেই। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই শুরু হওয়ার কথা এই প্রতিযোগিতার। দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়া না হলে প্রতিযোগিতা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে, যেটা ক্রিকেট এবং ক্রিকেটপ্রেমীদের জন্য ভাল বিজ্ঞাপন হবেনা। তাই যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিয়ে প্রতিযোগিতা শুরু করার দিকে এগোতে হবে আইসিসিকে।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: বর্ডার-গাভাস্কার ট্রফির আগে তড়িঘড়ি অস্ট্রেলিয়া পাড়ি দিলেন বিরাট কোহলি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত নিজের ফর্মের ধারেকাছে নেই বিরাট কোহলি। সামনেই রয়েছে অজিভূমিতে কঠিন টেস্ট সিরিজ। সেই কারণে বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে নিজেকে পুরোপুরি তৈরি করে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ায় পৌঁছলেন কিং কোহলি। শোনা যাচ্ছে রবিবার বিকেলেই পার্থে পৌঁছে গিয়েছেন বিরাট। বাকিরা যাবেন তাঁর পরেই।
বেশ কিছু ম্যাচ ধরেই নিজের চেনা ফর্মে পাওয়া যাচ্ছেনা ভারতের “রান মেশিন” বিরাট কোহলিকে। এবারে অস্ট্রেলিয়া সফরে “জবাব” দেওয়ার জন্য, দল পৌঁছনোর আগে অস্ট্রেলিয়া পৌঁছে মাঠে নেমে পড়লেন তিনি। তবে তাকে কটাক্ষ করতে পিছুপা হননি অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি রিকি পন্টিংও। তিনি বলেছেন যে, “পাঁচ বছরে মাত্র দুটো সেঞ্চুরী অন্য কোনও ক্রিকেটার করলে তাকে দলেও রাখা হতনা”। তবে এই পরিস্থিতিতে কোহলির পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি মনে করেন যে রানের জন্য ঠিক আগের মতই এখনও ক্ষুধার্থ রয়েছেন বিরাট এবং এই মানসিকতাটা ড্রেসিং রুমে থাকা খুবই দরকার।
অপরদিকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলার জন্য আগে থেকেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল এবং কে এল রাহুল। এবারে শোনা যাচ্ছে, মঙ্গলবারের মধ্যেই গোটা দল অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলন শুরু করে দেবে। যা খবর তাতে মঙ্গলবার ওয়াকা মাঠে একেবারে রুদ্ধদ্বার অনুশীলনে নেমে পড়বে টিম ইন্ডিয়া। এর আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কড়া বার্তা জানান হয়েছে যে অনুশীলন চলাকালিন যেন বাইরের কেউ সেখানে উপস্থিত না থাকে। ফলে এই সিরিজে যে নিজেদের উজাড় করে দিয়ে জিততে মরিয়া ভারতীয় দল তা বোঝাই যাচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত। অধিনায়কত্ব করবেন কে? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই বর্ডার-গাভাস্কার ট্রফিতে অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে একটা জল্পনা ছিলই। তবে জল্পনা এখনও শেষ হয়নি বরং তা এখনও জিইয়ে রেখেছেন খোদ ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন রোহিত না খেললে তার জায়গায় অধিনায়কত্ব করতে দেখা যাবে যশপ্রীত বুমরাকে।
শোনা যাচ্ছিল সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে পারবেননা রোহিত শর্মা। এমনকি ওই ম্যাচের আগেই তিনি যে অনিশ্চিত তা নিজেই জানিয়েছিলেন রোহিত। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময় তাঁর সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে। ফলে সেই সময় তাঁর স্ত্রীয়ের পাশে থাকার কারণেই টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও শুক্রবারের বৈঠকের পর নিজের সিদ্ধান্ত বদলেছেন রোহিত। তাছাড়াও ১০ই নভেম্বর ভারতীয় দলের সঙ্গেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও, শোনা যাচ্ছে দলের সঙ্গে যাবেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন যে, “রোহিত পরের সপ্তাহে অস্ট্রেলিয়া যাবেন এবং দলের সঙ্গে যোগ দেবেন। তবে এই নয় যে তিনি প্রথম টেস্ট খেলবেননা”। তাছাড়া রবিবার কিছুজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেও, বাকিরা রওনা দেবেন সোমবার।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি