আন্তর্জাতিক ক্রিকেট
রোহিত-গম্ভীরের সঙ্গে দীর্ঘ বৈঠক বিসিসিআইয়ের। বিস্তারিত জানতে পড়ুন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রোহিত শর্মার ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে ০-৩ ফলাফলে লজ্জাজনক হারের পর দলের আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। আর তাই বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআই হেডকোয়ার্টারে আয়োজন করা হয়েছিল বিশেষ মিটিংয়ের। সূত্রের খবর এই মিটিং চলে দীর্ঘ ৬ ঘন্টা ধরে। বিসিসিআই সচিব জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগারকার উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার নয়, এছাড়াও আরও বেশ কিছু বিষয় আলোচনা চলে মিটিংয়ে। আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে দল কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং নিজেদের সেরাটা দিতে পারে সেই বিষয়েও আলোচনা চলে দীর্ঘ সময় ধরে, জানান বিসিসিআই আধিকারিক।
বিশেষ কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে তৃতীয় টেস্টের আগে যশপ্রীত বুমরাহর সরে দাঁড়ানোর বিষয়টাকে ভালো চোখে দেখেনি বিসিসিআই। শোনা যাচ্ছে বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি নির্বাচকরাও। স্বাভাবিকভাবেই দলের সঙ্গে টিম ম্যানেজমেন্টের পারস্পরিক আলাপচারিতার এই ফাঁক নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও কোচ গম্ভীর জানিয়েছেন বিশ্রাম দেওয়া হচ্ছে বুমরাহকে, তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে সুস্থ নন ভারতীয় পেসার।
প্রসঙ্গত দুটি টেস্টেও বিশেষ কোনো ছাপ ফেলতে পারেনি বুমরাহ। দুটি টেস্ট মিলিয়ে নিয়েছেন মাত্র ৩ টি উইকেট। তার অনুপস্থিতির কারণেই ভারতকে বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে মহম্মদ সিরাজকে, যিনি একেবারেই ফর্মে নেই।