আন্তর্জাতিক ক্রিকেট

সিএবি-র অনুরোধে রাজি বিসিসিআই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইডেনে সমর্থন বাড়ছে রোহিতদের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সিএবি’র বারবার করা অনুরোধে অবশেষে সাড়া দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড. বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অবশেষে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তুলনামূলকভাবে বেশি দর্শক খেলা দেখতে পারবেন। তবে এটি সাধারণ মানুষদের জন্য প্রযোজ্য হবে না কারণ খেলা দেখার জন্য কোনওরকম টিকিট ছাড়া হচ্ছে না। খেলা দেখতে পারবেন সিএবির আজীবন সদস্য, সহযোগী সদস্য, বার্ষিক এবং সম্মানিত সদস্যরা। বুধবার একথা জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

প্রসঙ্গত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই সাধারণ দর্শক যাতে ইডেনে খেলা দেখতে পারেন তার আবেদন বিসিসিআইকে জানিয়েছিল সিএবি। যদিও তারা শেষমেষ সেই অনুমতি পায়নি। এরপর সিএবির তরফ থেকে অনুরোধ করা হয় যাতে ক্লাবের সদস্যদের জন্য ক্লাব হাউসের আপার টিয়ারে বসার ব্যবস্থা করা হয়। সেই দাবি মেনে নিয়েছিল বোর্ড ফলে বুধবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আপার টিয়ারে ২-৩ হাজার দর্শক থাকার সম্ভাবনা রয়েছে।

আর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দর্শক সংখ্যা আরও বাড়বে। সিএবি-র তরফ থেকে বিসিসিআইকে নতুন করে আবেদন জানানো হয়েছিল যে সব ব্লকের আপার টায়ারগুলিতে দর্শক বসার অনুমতি যাতে তারা দেয় কারণ মাঠের থেকে এগুলি দূরত্ব অনেক। শেষমেষ সেই অনুমতি দিয়েছে বোর্ড এবং তার ফলে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিএবি সদস্যদের জন্য খুলে যাবে স্টেডিয়ামে দরজা এবং তারা মাঠে থেকে ভারতীয় দলকে সমর্থন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version