আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপের দল ঘোষণা বিসিসিআইয়ের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। মঙ্গলবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগারকারের নেতৃত্বে ভারতীয় নির্বাচন কমিটির বেছে নেওয়া দলে জায়গা পেয়েছেন ৭ ব্যাটার, ৪ পেসার এবং ৩ স্পিনার।

ইতিমধ্যেই শোনা গিয়েছিল এশিয়া কাপের জন্য যে ভারতীয় দল নির্বাচিত হয়েছে তার মধ্যে থেকেই বেছে নেওয়া হবে বিশ্বকাপের দল। ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর শ্রীলঙ্কায় কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সেই অনুযায়ী সাক্ষাৎ করেন অজিত আগারকার। এরপরেই বেছে নেওয়া হয় ১৫ সদস্যের প্রাথমিক দল। যদিও আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলের রদবদল ঘটাতেই পারে ভারত এমনটাও শোনা যাচ্ছে।

বিশ্বকাপের ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ

অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি সহ-অধিনায়ক থাকছেন হার্দিক পান্ডিয়া। সম্পূর্ণ ফিট হয়ে যাওয়ায় সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে আবার জায়গা করে নিয়েছেন কেএল রাহুল। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং তিলক বর্মা। অভিজ্ঞতার নিরিখেই দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব।

https://raysportz.com/wp-content/uploads/2023/09/Team-Announcement.mp4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version