আন্তর্জাতিক ক্রিকেট
কানপুর টেস্টে কড়া নিরাপত্তা বিসিসিআইয়ের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে দুই দলের ক্রিকেটারদের কড়া নিরাপত্তার দিকে নজর দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কানপুর টেস্টের আগে কানপুরের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হরিশ চন্দ্র ইতিমধ্যেই জানান ম্যাচে মোতায়েন করা হবে বিরাট পুলিশ বাহিনী।
মূলত সোমবারের একটি ঘটনাকে ঘিরেই এই পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। সোমবার অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে স্টেডিয়ামের সামনের রাস্তায় একটি যজ্ঞ আয়োজন করা হয়। রাস্তা জুড়ে চলা এই যজ্ঞের মূল কারণ ছিল বাংলাদেশের হিন্দুদের উপর হয়ে চলা অত্যাচার। কুড়ি সদস্যের এই দলের উপর এদিন এফআইআরও করা হয়। তবে এই ঘটনার পর বাংলাদেশের ক্রিকেটার এবং দলের সদস্যরা স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর তাই এবার কানপুরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হল ফুলপ্রুফ প্ল্যানের কথা। এমনকি কেন্দ্র এবং রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে যোগাযোগ করেছে তারা। এবং সেক্ষেত্রে কোনো রকম নাশকতার ছক তৈরি হয়েছে কি না সেই বিষয়ে ইতিমধ্যেই খতিয়ে তদন্ত চলছে। এর পাশাপাশি ম্যাচের দিনগুলিতে বিকল্প পথে ট্রাফিক পরিচালনার পরিকল্পনাও রয়েছে পুলিশের।