ক্রিকেট

ভারত আফগান লড়াইয়ের অপেক্ষায় বার্বাডোজ

Published

on

সৌরভ রায়; বার্বাডোজ ১৯ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই পিচ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতার প্রথম পর্ব চলাকালীন ড্রপ ইন পিচ হওয়ার কারণে সেখানে রান তোলা কঠিন হচ্ছিল। সেখানকার পিচে জোরে বোলাররা অনেক বেশি সাহায্য পাচ্ছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের পিচে সেই সমস্যা নেই। বার্বাডোজের যে পিচে বৃহস্পতিবার সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত এবং আফগানিস্তান মুখোমুখি হবে, সেখানে মঙ্গলবার একটি ঘটনা চোখে পড়ে। এখানকার পিচে ক্রস রোলার চালানো হয়েছে, যাতে উইকেটে অতিরিক্ত বাউন্স না থাকে। অন্যান্য জায়গায় সাধারণত স্ট্রেট রোলার চালানো হয়। তবে যেহেতু এখানে ক্রস রোলার চালানো হয়েছে, তাই পিচে অতিরিক্ত বাউন্স থাকবে না এবং ব্যাটারদের সামনে সহজেই শট খেলে বড় রান করার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত আইসিসি চাইছে অন্যান্য টি-টোয়েন্টি ম্যাচে যেমন রানের বৃষ্টি হয়, ভারত বনাম আফগানিস্তান ম্যাচেও তেমনই ঘটুক। সুপার এইটের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রানের বৃষ্টি হোক। বুধবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রাহুল দ্রাবিড়। সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিচে পেসাররা সাহায্য পাচ্ছিলেন বলে সেখানে জোরে বোলারদের খেলানো হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা অনেক বেশি সুবিধা পাবেন, তাই এখানে কুলদীপ যাদব বা চাহালকে সুযোগ দেওয়া হতে পারে। সবটাই বৃহস্পতিবার ম্যাচের আগে চূড়ান্ত করা হবে। তাই দলে যদি কোনও পরিবর্তন হয়, তাহলে কুলদীপের সেখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখার কার পরিবর্তে কুলদীপ দলে জায়গা পান। আফগানিস্তান বিশ্ব ক্রিকেটের মঞ্চে বহুবার অঘটন ঘটিয়েছে। তাঁদের স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের পিচে যে কোনও দলকে বিপদে ফেলতে পারেন। এখন দেখার ভারতীয় দল কিভাবে এই আফগান চ্যালেঞ্জের মোকাবিলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version