আন্তর্জাতিক ক্রিকেট
বাংলাদেশকে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কার
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বুধবার বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেল শ্রীলংকা। পেশার লাহিরু কুমারা মাত্র ৫০ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে দলের জয় সুনিশ্চিত করলেন। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিরুদ্ধে ১৯২ রানে জেতে শ্রীলংকা। ৩২৮ রানে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ফলাফলে জিতেছিল তারাই।
পঞ্চম দিনের শুরুতে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের রান ছিল ২৬৮। ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল আরো ২৪৩ রান যা প্রায় অসম্ভব ধরে নেওয়া যায়। মেহেদী হাসান মিরাজ ৮১ রানে অপরাজিত থেকে দুর্দান্ত লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। ৩১৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শ্রীলংকার কামিন্ডু মেন্ডিস মাত্র ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। তবে এদিন মেন্ডিসকে নিঃসংকোচে বাউন্ডারি লাইন পার করাতে পেরেছেন মেহেদী হাসান। ৬২ বলে ৫০ রান করে নিজের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ অর্ধশত রান সম্পূর্ণ করেন বাংলাদেশের এই ব্যাটার। এদিন মাত্র ১৯ রানের জন্য শতরান হাতছাড়া হয় তার।