আন্তর্জাতিক ক্রিকেট
বড় শাস্তির মুখে বাংলাদেশ
রে স্পোর্টস নিউজ ডেস্ক: চলতি টেস্টে ভারতকে একরকম কোণঠাসা করে দারুন শুরু করেছিল বাংলাদেশ। চেন্নাইয়ে রোহিত শর্মাদের মুখোমুখি হয়ে শুরুতেই ভারতের তিন উইকেট তুলে নেয় মেহেদী হাসানরা। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ভারত বেশ চাপে পড়ে যায়। তবে ভারতের পাশাপাশি প্রথম দিনের শেষে বাংলাদেশের কপালেও পড়ে চিন্তার ভাঁজ। শুধুমাত্র অশ্বিন জাদেজার বিধ্বংসী ব্যাটিংই নয়, আরো একটি বড় ধাক্কা খেল বাংলাদেশ শিবির। ম্যাচের নিয়ম লঙ্ঘন করার জন্য খুব সম্ভবত আইসিসির কাছে জরিমানা হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের।
সূত্রের খবর এদিন টার্গেটের থেকে দশ ওভার কম বল করেছে বাংলাদেশ। মোট আধ ঘণ্টা সময় বেশি পাওয়ার পরেও ওভার সংখ্যা কম হওয়া আইসিসির চোখে একটি গুরুতর অপরাধ। গত মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেও এই একই ভুল করেছিল বাংলাদেশ। পাকিস্তান টেস্টে তিন ওভার কম বল করার জন্য ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ তালিকার সংগৃহীত পয়েন্ট থেকে ৩ পয়েন্ট কাটা গেছে তাদের। এছাড়াও ম্যাচ ফের ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফের এই একই ভুল করল বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে মাত্র ৮০ ওভার বল করেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম সেশানে ২৩ ওভার, এরপর যথাক্রমে ২৫ এবং ৩২ ওভার বল করে দিন শেষ করে বাংলাদেশ। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারা অনুযায়ী, রাউন্ড স্টেজের খেলায় কোন দলের পেনাল্টি ওভারের খেসারত স্বরূপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় প্রাপ্ত পয়েন্ট থেকে এক নম্বর করে কাটা হবে।
প্রসঙ্গত ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট শুরুর দিনে বাংলাদেশের এই ভুল নিঃসন্দেহে তাদেরকে অনেকটাই ব্যাকফুটে নিয়ে যাবে। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এদিন নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়টি সবার সামনে তুলে ধরেন। ‘প্রথম দিনে আধ ঘন্টা সময় অতিরিক্ত যোগ হওয়ার পরেও বাংলাদেশের মাত্র ৮০ ওভার বল করা কোনভাবেই মেনে নেওয়া যায় না’ লেখেন তিনি। এখন দেখার আইসিসির পক্ষ থেকে কী শাস্তি দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেট দলকে।